বাংলাদেশ ডেক্স রিপোট : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিভিন্নদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয়ে ৯ হাজার ৯৬৭ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশে বন্দি রয়েছে।
সোমবার তিনি সংসদে জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আটক বাংলাদেশির মধ্যে মিয়ানমারে ৫৭ জন, সিঙ্গাপুর ৮৭, নেপাল ১২, যুক্তরাষ্ট্র ২৬, ভারত ২ হাজার ৬৯৭, গ্রীস ১২৩, জাপান ৬৫, থাইল্যান্ড ২৩, পাকিস্তান ১৯, ফ্রান্স ৪৬, যুক্তরাজ্য ২১৮, কাতার ১১২, সৌদি আরব ৭০৩, জর্ডান ৪৭, মিশর ৫, দ. কোরিয়া ১৬, তুরস্ক ৩৬, জর্জিয়া ২৬, কিরগিজস্তান ১, ওমান ১ হাজার ৪৮, দ. আফ্রিকা ৩০, বাহরাইন ৩৭০, লেবানন ২, মালয়েশিয়া ২ হাজার ৪৬৯, চীন ৫, হংকং ২৪, মঙ্গোলিয়া ১, সংযুক্ত আরব আমিরাত ১ হাজার ৯৮, ব্রুনাই ৫, ইতালি ৫১, ইরাক ১২১, মরিশাস ৭, মেক্সিকো ৯৭, আজারবাইজান ৬, মরক্কো ২, দক্ষিণ আফ্রিকা ১১, ব্রাজিল ১, অস্ট্রেলিয়া ৩৯ ও কুয়েতে ২৬১ জন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কোন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারে আটক থাকা বাংলাদেশি নাগরিকের বিষয়ে অবহিত করলে বা অন্য কোন মাধ্যমে সংবাদ পেলে তা যাচাইপূর্বক বাংলাদেশ দূতাবাস সে দেশের কারাগারে আটক বাংলাদেশির বিষয়ে নিশ্চিত হয় এবং কনস্যুলার একসেস-এর মাধ্যমে তাদের সঙ্গে সাক্ষাত করে ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করে।
তবে প্রবাসের নিউজের নানা গবেষনায় দেখা যায় , দুতাবাসের হিসাবের সাথে বাস্তবের হিসাবের কোন মিল নাই । কারন মধ্যপ্রাাচ্যর হিসাব কম বেশী সঠিক থাকলেও বিশ্বের অন্যান্য দেশগুলোর সংখ্যা কয়েকগুন বেশী ।
বিশেষ করে আমেরিকা, ইটালী , ফ্রান্স , কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের কারাগারে প্রবাসী বাংলাদেশী হিসাবহীন । প্রতিদিন বিভিন্ন অবৈধ পথে বাংলাদেশীরা যাচেছন বিশ্বের বিভিন্ন দেশে সেখানে তারা ধরা পরে কারাগারে দিন কাটাচেছন । বিশেষ করে মেস্কিকো ও আফ্রিকার বিভিন্ন দেশ হয় নথ আমেরিকার অনেক দেশে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা কারাগারগুলোতে কয়েক হাজার । বিশেষ করে অপরাধের কারনে কারাগারে প্রবাসীদের সংখ্যা ৪০ ভাগ বাকী ৬০ শতাংশ অবৈধ প্রবেসের কারনে ।
আমেরিকায় কারাগার গুলোতে সরকারী হিসাবে ২৬ জন ুউল্লেখ থাকলেও এ সংখা হাজারের উপর । কারন ক্যালিফোনিয়ার কারগারে বাংলাদেশী সংখ্যা অনেক । আমেরিকার ভেতর নানা অপরাধে বাংলাদেশীর সংখ্যাও কয়েক শত । আমেরিকায় প্রতিদিন শত শত বাংলাদেশী আমেরিকায় প্রবেশের চেষ্টা করেন মেস্কিকো বডার দিয়ে , তাই আমেরিকায় প্রবেশের পর তারা সরাসরি কারাগারে স্তায়ী হোন । মাসের পর মাস তাদের কাটাতে হয় আমেরিকার কারাগারগুলো । কারও আপন আত্বীয় স্বজন থাকলে আইনজীবীর মাধ্যমে অনেকে সাময়িক জেল থেকে ছাড়া পান । তবে আমেরিকার জেল গুলোতে বাংলাদেশীদের সংখ্যা হাজারের উপর ।