প্রবাসে আলোকিত একশো বাংগালীর মধ্যে আছেন ফ্রান্সের ইঞ্জিনিয়ার মনির
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:১৪,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১৩৫ বার পঠিত
- ডেস্ক রিপোর্ট
প্রবাসে দেশের সম্মান বৃদ্ধি যারা করেন তারা শুধু প্রবাসীদের কাছে নয় বাংলাদেশের মানুষের কাছে অতি প্রিয়। তারা বিশ্ব দরবারে দেশকে তুলে ধরেন আলাদা অবস্থানে ,তাইতো তারা সফল বাংলাদেশী। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত সামহয়্যার ইন ব্লগের এক প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীজন শীর্ষক জরিপে প্রবাসে একশত আলোকিত বাংলাদেশির নাম উঠে এসেছে। তারা প্রত্যেকেই দেশের বাইরে ভিন্নদেশের মূলধারায় ভূমিকা রেখে বাংলাদেশের সুনামবৃদ্ধি করেছেন। তার মধ্যে অন্যতম ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির। যিনি মূলত ফ্রান্সে অ্যাম্বাসেডর অব বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান কন্টিনেন্ট সম্মাননা প্রাপ্ত হয়েছেন।
বাংলাদেশি প্রকৌশলী ওসমান হোসেইন মনির ফ্রান্সে সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সের তুলুজ শহরে বাস করছেন। প্রবাসে সবচেয়ে বড় সমস্যা ভাষা। কিন্তু প্রতিভাবান এ তরুণ ফরাসী ভাষায় দক্ষতা নিয়ে অনুবাদক হিসেবে বাংলাদেশিদের জন্য কাজ করছেন অনেকদিন থেকে।
ভাষাগত দক্ষতা, তারুণ্য ও সামাজিক কর্মকাণ্ডে তার প্রাণবন্ত চেষ্টা দেখে বিমোহিত হয়েছেন ফরাসিরা। স্থানীয় ফরাসি রাজনীতির সাথে তাল মিলিয়ে চলছেন তিনি আপন গতিতে। তার বিশ্বাস ছিল শুধু বাংলাদেশি কমিউনিটিতে সীমাবদ্ধ না থেকে ফরাসি মূলধারার সাথে কাজ করলে বাংলাদেশ ও বাংলাদেশিদের আরও বেশি উপকার করা যাবে।
নিজ বিশ্বাসে অটুট থাকা এ তরুণ ফ্রান্সে বসবাসরত দক্ষিণ এশিয়ার অভিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতায় বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন।
এর স্বীকৃতি হিসাবে ফ্রান্সের তুলুজ শহরের সিন্হর্কাত (মেয়রের) দপ্তর থেকে তাকে অ্যাম্বাসেডর অব বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান কন্টিনেন্ট সম্মাননা দেয়া হয়েছে। এটা ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের প্রথম অর্জন এবং ইউরোপের বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাকেরগঞ্জের এ তরুণের অর্জন বাংলাদেশকে সম্মানিত করেছে।
ওসমান হোসেইন মনির ১৯৮১ সালের ৪ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল মান্নান মোল্লা। মনিরের পরিবার বর্তমানে ঢাকায় বসবাস করলেও তার বাবা বাকেরগঞ্জের সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন। ফ্রান্সের université de toulouse le mirail থেকে উচ্চতর ডিগ্রি নেন তিনি। একজন সফল ব্যবসায়ী হিসাবে তুলুজে তিনি বেশ পরিচিত। তুলুজ বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে তার ছিল বেশ সুনাম, ইউরোপের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেন। বাকেরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করার জন্য ইতোমধ্যে ফ্রান্স সরকারের সাথে কথা বলেছেন, এবং ফ্রান্স বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন নিয়ে কাজ করছেন। ওই এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির, সাধারণ সম্পাদক মিস্টার উইললি বার্দিন (তুলুজ সিটি মেয়রের উপদেষ্টা ও সভাপতি সিন্হর্কেত ) এবং কোষাধ্যক্ষ মিস্টার অন্দরে গালিগো (সাবেক পার্লামেন্ট মেম্বার ফ্রান্স ও সভাপতি জর্নাল দু তুলুজ ) নির্বাচিত করা হয়। যেখানে ফ্রান্স প্রতিনিধি দল থেকে প্রাথমিক পর্যায়ে একটি গ্রামের নামের প্রস্তাব চাইলে ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির তার স্বপ্নের ঠিকানা ‘আলোকিত বাকেরগঞ্জ’ নাম প্রস্তাব করেন।