স্পেনে বাংলাদেশ বাংলাদেশ এসোসিয়েশন ব্যতিক্রমধর্মী বিজয় দিবস পালন ও পুরুষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২:৩০:৩৩,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৩৬৭ বার পঠিত
- কবীর আল মাহমুদ, স্পেন ব্যুরো
বাংলাদেশ এসোসিয়েশন মাদ্রিদ ইন স্পেনের উদ্যেগে ব্যতিক্রমধর্মী বিজয় দিবস পালন করেছে প্রবাসী বাংলাদেশীরা।মূলত শিশু কিশোরদের নিয়েই ছিল এ অনুষ্ঠান।লাল সবুজ বাংলাদেশ আর লাল হলুদে স্পেনের পতাকা হাতে পুরো হল রুম রঙ্গিন হয়ে উঠে। প্রবাসী নতুন প্রজম্ম কে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বিজয় সম্পর্কে পরিচয় করে দিতে আয়োজন করা হয় বিজয় দিবস আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
গত২৭ ডিসেম্বর এ উপলক্ষে পুরষ্কার বিতরনি অনুঠানের আলোচনায় প্রধান অতিথি ছিলেনস্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সলর হারুন আল রশিদ। প্রধান অতিথির অতিথির বক্তব্যে হারুন আল রশিদ বলেন,প্রবাসে আমাদের সন্তানদের কাছে বিজয়ের গৌরবজ্জোল ইতিহাস তুলে ধরতে হবে।অদূর ভবিষ্যতে নতুন প্রজম্মকেই দায়িত্ব নিতে হবে বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে এগিয়ে নিতে।এ প্রজম্মদের মাঝে দেশ প্রেমের বীজ বপন করে দেয়াই হবে বিজয়ের সার্থকতা। সাধারন সম্পাদক কাম্রুজ্জামান সুন্দর ও যুগ্ম সম্পাদক রিজভি আলমের সঞ্চালনায় এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির বলেন,মহান স্বাধীনতার বিজয় এসেছে আমাদের একতায়।তাই আমারা সকলে মিলে এক প্লাটফরমে যদি দেশের জাতীয় স্বার্থে এক সাথে কাজ করেতে পারি,তাহলেই আমরা নতুনদের কাছে একটি সুন্দর,আলোকিত বাংলাদেশ উপহার দিতে পারব।
এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি কাজি এনায়েতুক করম তারেক,সহ সভাপতি , আশফাকুল হক, দুলাল সাফা,আব্দুল কায়ূম মাসুক ,সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান বিপ্লব, প্রাক্তন সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক একেএম জহিরুল ইসলাম, শিক্ষিকা শামিমা আক্তার, বাংলাদেশ এসোসিয়েশনের ক্রিয়া সম্পাদক আবু বক্কর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হাসা্ন,সহ মহিলা সম্পাদিকা সুহেলি শারমিন, কমিউনিটি নেতা নাজমুল ইসলাম নাজু্,আবুল কাশেম মুকুল,আব্দুর রহমান,মাহফুজুল হক শোভন, খায়রুজ্জামান জামান,আবু জাফর রাসেল,কবির আল মাহমুদ ,হুমায়ুন কবির রিগ্যান প্রমূখ। অনুষ্ঠানএর শুরুতেই জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে মাদ্রিদের আল হামরা একাডেমীর দল নেতা নুরুল আলমের নেতৃত্বে শিশু কিশোররা বেশ কটি সমবেত গান করে ।পরে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযুগিতার বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয় ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী সুবরনা,বিপ্লব, লুকমান জনপ্রিয় গান গেয়ে শুনান। অনুষ্ঠানে অবাল বৃদ্ধ বনিতা সহ মাদ্রিদ প্রবাসী অনেক বাংলাদেশী।অনুষ্ঠান শেষে বাংলাদেশ সোসিয়েশনের সৌজন্যে সকল প্রবাসীদের সম্মানে নৈশ্য ভুজের আয়োজ করা হয়।