আবুধাবীতে আল্লামা জালাল উদ্দীন আল ক্বাদেরী (রহ:) এঁর স্মরণ সভা
প্রকাশিত হয়েছে : ৮:০৭:৫৬,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৩৪৮ বার পঠিত
- জাহাঙ্গীর কবীর বাপপি, ইউ এ ই
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর, চট্টগ্রাম জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতীব, আল্লামা জালাল উদ্দিন আলক্বাদেরী (রহ:)এর স্মরণে এক প্রবাসী নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল গতকাল শনিবার রাতে আবুধাবীতে অনুষ্ঠিত হয়েছে।
আবুধাবীস্থ ‘আল -নুর ফাউন্ডেশন ‘এর চেয়ারম্যান ন,আ,ম,বদরুদ্দিনের সভাপতিত্বে ও মুহাম্মদ আলী রেজার পরিচালনায় স্থানীয় ইব্রাহিমী রেস্টুরেন্টে অনুষ্ঠিত স্মরণ সভার প্রথম পর্বে ছিল খতমে কোরান। দ্বিতীয় পর্বে আলোচনা সভায় আল্লামা জালাল উদ্দিন আল কাদেরীর জীবন ও অবদানের উপর আলোচনা করেন এ,কে,এম,মুনির চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, মাওলানা নুরুল হক কাদেরী,মুহাম্মদ আলী রেজা,নুরুল আবছার তৈয়বী, মাওলানা আব্দুল মালেক আল ফারুক, ইঞ্জিয়ার মুহাম্মদ ফরিদ, মুহাম্মদ তৈয়ব খান,শাহীনুর শাহীন, মুহাম্মদ ওসমান, ,মাওলানা রফিক, মাওলানা মমতাজ, হাফেজ বদিউল আলম, মাওলানা ওসমান গনি, প্রবাসী সাংবাদিক জাহাঙ্গীর কবীর বাপপি, বেলায়েত হোসেন হিরো, মাওলানা নোমান, সহ অসংখ্য আলেম, জামেয়ার প্রাক্তন ছাত্র, সাংবাদিক,বুদ্ধিজীবি, শিক্ষক,সমাজ সেবক,কমিউনিটি নেতৃবৃন্দ ।
এতে আলোচকরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঐক্যের প্রতীক আল্লামা জালাল উদ্দিন আলক্বাদেরী (রহ:)এর আদর্শ অনুসরণের মাধ্যমে দ্বীন মাযহাব সুন্নিয়ত প্রতিষ্ঠায় সবাইকে বিভেদ ভুলে একসাথে কাজ করে যাবার আহবান জানান।মাহফিলে কোরান তেলাওয়াত, নাতে মুস্তাফা (দ:) পাঠ, সালাতুসসালাম,কিয়াম পরিবেশিত হয়,ও মুসলিম মিল্লাতের কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।