ভেনিসে অঙ্কুর প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২:৩৭:৫৮,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১৯৩ বার পঠিত
ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে অঙ্কুরের প্রতিযোগিতা। ভেনিস বাংলা স্কুলের আয়োজনে এ প্রতিযোগিতায় প্রায় ৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। বর্ণমালা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি—এই তিনটি বিষয়ে তিন গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জন প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং অংশগ্রহণকারী বাকিদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভেনিস বাংলা স্কুলের হল রুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মূল শিরোনাম ছিল একুশ আমার চেতনা। প্রবাসী ছেলেমেয়েদের একুশের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং মাতৃভাষা বাংলার প্রতি আগ্রহী করে তুলতে কয়েক বছর আগে এই প্রতিযোগিতা শুরু করা হয়। বয়স অনুপাতে ছেলে মেয়েদের তিন গ্রুপে ভাগ করে বাংলা বর্ণমালা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা করা হয়।
অঙ্কুর নামের এই প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান মনির। তিনি ও অন্যান্য সাংবাদিকেরা সম্মিলিতভাবে রাজধানী রোমসহ ইতালির বিভিন্ন শহরে গত সাত বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত চার বছর ধরে জলকন্যা ভেনিসে অঙ্কুর প্রতিযোগিতা করা হয় ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে। ভেনিসে এই প্রতিযোগিতার সমন্বয় করেন সাংবাদিক নাজমুল হোসেন।
এবারের অঙ্কুর প্রতিযোগিতায় বিচারক ছিলেন আকতার উদ্দিন, নাসরিন আক্তার ও শাহিদা হান্নান। বিজয়ীদের নাম ঘোষণা করেন পলাশ রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভেনিস পৌরসভার কর্মকর্তা মারতা আনসেলমি, রুনু আক্তার, নাসির উদ্দিন পান্না ও মোহাম্মদ আশিক প্রমুখ।
অঙ্কুর নামের এই প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান মনির। তিনি ও অন্যান্য সাংবাদিকেরা সম্মিলিতভাবে রাজধানী রোমসহ ইতালির বিভিন্ন শহরে গত সাত বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত চার বছর ধরে জলকন্যা ভেনিসে অঙ্কুর প্রতিযোগিতা করা হয় ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে। ভেনিসে এই প্রতিযোগিতার সমন্বয় করেন সাংবাদিক নাজমুল হোসেন।
এবারের অঙ্কুর প্রতিযোগিতায় বিচারক ছিলেন আকতার উদ্দিন, নাসরিন আক্তার ও শাহিদা হান্নান। বিজয়ীদের নাম ঘোষণা করেন পলাশ রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভেনিস পৌরসভার কর্মকর্তা মারতা আনসেলমি, রুনু আক্তার, নাসির উদ্দিন পান্না ও মোহাম্মদ আশিক প্রমুখ।
উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরাইয়া আক্তার, মতিউর রহমান, ফখরুল চৌধুরী, আলম হোসেইন, সাইদুল ইসলাম, সুমন খলিফা, আইমুন নাহার পলি, তাউহিদুর রহমান, কাজী মাহফুজ রানা, এমদাদুল হক, জাকির হোসেন, কাজী টিপুসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
তিন গ্রুপের চিত্রাঙ্কনে প্রথম হয়েছে শিফা আহমেদ, অথৈ শেখ ও বাশার লাবিবা। বাংলা বর্ণমালায় অপূর্ব, মোহাম্মদ সাইফ ও তানজিনা আক্তার। কবিতা আবৃত্তিতে সামিয়া জাহান, মাহিদুল হক ও শিশির মিয়া। খবর বিজ্ঞপ্তির।