আরব আমিরাতে জাতির পিতার জন্মদিন এবং শিশু দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:৩৬,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৭ | সংবাদটি ২৯১ বার পঠিত
-
লুৎফুর রহমান
যথাযোগ্য মর্যাদায় আরব আমিরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলার জেনারেল দুবাই ও উত্তর আমিরাত আয়োজন করে নানা অনুষ্ঠান। জাতির জনকের প্রতকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতির জনকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেল এস বদিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ ছিল স্বাধীনতার ঘোষণা। তিনি সকল প্রবাসিকে একেকজন রাষ্টদূতের ভূমিকা পালন করতে আহবান জানান।
মহামান্য রাষ্ট্রপতির বাণী কর্মাশিয়াল কাউন্সিলর ড. এ কে এম রফিক আহমেদ, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন এবং প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান ইংরেজিতে মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর বাণী ও প্রথম সচিব কাউন্সিলর (পলিটিকাল) প্রবাস লামারাং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিআইপি, এন আরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসের, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর আব্দুস সবুর, নারীনেত্রী কাওসার নাজ প্রমুখ।
কনস্যুলেটের দ্বিতীয় তলায় শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৪২ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল জাতীয় শহীদ মিনার এবং স্মৃতিসৌধ । রচনায় ছিল জাতির পিতা, স্বাধীনতা, বাংলাদেশ।
এদিকে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আবুধাবি শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার (১৬ মার্চ) এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান।