সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশনের গনহত্যা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১২:১০:০৮,অপরাহ্ন ২৬ মার্চ ২০১৭ | সংবাদটি ১০০ বার পঠিত
-
জাহাঙ্গীর কবীর বাপপি
“বাঙ্গালীর চেতনার অনির্বাণ শিখা ৭১ এর গনহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেলে তা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। কোন রাষ্ট্রের একটি সেনাবাহিনীকে নিরীহ মানুষের উপর এভাবে লেলিয়ে দিয়ে হত্যাযজ্ঞ চালানোর নজির ইতিহাসে আর নেই। দেশে এখন মুক্তিযুদ্ধের সরকার,আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জিবীত রাখতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন সম্ভব হয়েছে।” আবুধাবিতে গণহত্যা দিবসের অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গনহত্যা দিবস পালন করা হয়েছে আজ স্থানীয় সময় শনিবার সকালে। ইউ এ ই তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান এঁর সভাপতিত্বে দূতাবাস মিলনায়তনে আয়োজিত এ উপলক্ষে আলোচনা সভার শুরুতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট মৌন শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দুতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন চৌধুরীও কাউন্সিলর (রাজনৈতিক) শহীদুজ্জামান ফারুকী।প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ রিয়াজুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুল,দুতাবাসের শ্রম কাউন্সিলার আরমান উল্লাহ চৌধুরী জনতা ব্যাংক ইউ এ ই’র মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন,বি্মানের আবুধাবি রিজিয়নাল ম্যানেজার ইকবাল আহমদ চৌধুরী,বাংলাদেশ ইসলামিয়া স্কুল আবুধাবীর অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সহ সভাপতি শওকত আকবর, প্রকৌশলী আশীষ বড়ুয়া ও মইন উদ্দিন। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুল বলেন,”যেভাবে আজ একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে আমরা আশা করি বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা দিবসও আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।”
অনুষ্ঠানে ৭১ এর গণহত্যার ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনীও হয়।এতে কোরআন তেলওয়াত ও মোনাজাত পরিচালনা করেন লেবার ওয়েলফেয়ার অফিসার মোহাম্মদ রেজা।