আমিরাতে প্রবাসী কল্যান মন্ত্রী আসছেন আজ
প্রকাশিত হয়েছে : ১১:২৮:৪৫,অপরাহ্ন ১৫ মে ২০১৭ | সংবাদটি ৩১৪৩ বার পঠিত
-
আমিনুল হক
সংযুক্ত আরব আমিরাতে ৭ দিনের সফরে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’। আজ সোমবার দুপুর ১.০৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই আসছেন প্রবাসী কল্যান মন্ত্রী। এরপর তিনি দুবাই এয়ারপোর্ট থেকে সরাসরি আমিরাতের রাজধানী আবুধাবির ইন্টার কন্টিনেন্টাল হোটেলে গিয়ে উঠবেন। মন্ত্রীর সফরসজ্ঞী হিসেবে প্রবাসী কল্যাণ সচিব ছাড়াও মন্ত্রণালয়ের ৬ জন অতিরিক্ত ও উপ সচিব পর্যায়ের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।
আগামী ১৬ই মে রোজ মজ্ঞলবার মন্ত্রী মহোদয় আবুধাবিতে ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম ইনভেস্টমেন্ট কোম্পানীর কনফারেন্স হলে আরব আমিরাতের ফেডারেল গভর্নমেন্টের মানব সম্পদ মন্ত্রী সাকর গোবাশ সাঈদ গোবাশ এর সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং ভিসা ইস্যু বিষয়ে একান্ত বৈঠকে মিলিত হবেন। সেসময় মন্ত্রী মহোদয়ের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন নাহার, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সাথে থাকার কথা আছে। একই দিন দুপূরে তিনি আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রী
“সাঈফ বিন জায়েদ আল নাহিয়ান” এর সাথে বৈঠক করবেন। এছাড়া রাতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আবুধাবি শাখা কর্তৃক আয়োজিত আবুধাবীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে তাকে দেয়া গন-সংবর্ধনায় অংশ নেবেন।
পরদিন অর্থাৎ ১৭ই মে বুধবার তিনি আমিরাত সরকারের সাথে গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে অংশ নেবেন। বৃহস্পতিবার তিনি দুবাই’র উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং দুবাই ও উত্তর আমিরাতের কয়েকটি সংবর্ধনায় অংশ নেবেন। সর্বশেষে ২১ মে রবিবার বিকেল ৪.৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স একটি ফ্লাইটে সফর শেষে দুবাই থেকে ঢাকা ফেরার কথা আছে।
প্রবাসী কল্যান মন্ত্রীর সফর নিয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক মহলে দৌড় ঝাঁপ চলছে। অভিবাসন সংক্রান্ত জটিলতা নিরসনে এই সফর মূখ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রবাসীরা।
গত মার্চের ১৮ তারিখে বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল “একাত্তর টিভি” (৭১ টিভি) এর লাইভ অনুষ্টানে আরব আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান এর মাধ্যমে প্রবাসী শ্রমিকেরা তাদের সমস্যার কথা জানালে, প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সচিব বলেছিলেন, আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল আসছেন।
উল্লেখ্য, গত ৫ বছর ধরে আমিরাতের নতুন ভিসা বন্ধ এবং ট্টান্সফার ভিসা সংকটে নাকাল প্রায় ১০ লক্ষ প্রবাসী বাংলাদেশী। ২০১২ সালের মধ্য আগস্ট থেকে আমিরাতে গৃহকর্মী ও ফ্রী জোনের কিছু ভিসা ছাড়া বাংলাদেশীদের সব রকমের ভিসা বন্ধ রয়েছে।