লন্ডনে সন্ত্রাসী হামলা, নিহত: ৭, আহত অর্ধ শত
প্রকাশিত হয়েছে : ১০:২৭:৩৪,অপরাহ্ন ০৪ জুন ২০১৭ | সংবাদটি ২১৬ বার পঠিত
-
এম এ জামান, লন্ডন
শনিবার রাতের আধারে লন্ডনের ব্যস্ততম লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৭জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আহত হয়েছেন কমপক্ষে ৪৮জনের উপরে। সন্দেহ ভাজন ৩ সন্ত্রাসী পুলিশের হাতে নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, লন্ডন ব্রিজে সাদা একটি গাড়ী রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। ঘটনাটি ঘটে ৩রা জুন রাত ১০টায়। ইতিমধ্যে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী ব্যুরো মার্কেট পুলিশ ঘিরে রেখেছে ও পাশ্ববর্তী ট্রেন স্টেশন বন্ধ রাখা হয়েছে। ঘটনার সময় বিবিসির সাংবাদিক হলি জোন্স লন্ডন ব্রিজে ছিলেন। তিনি বলেন, একজন পুরুষ “ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে” গাঢ়ীটি চালাচ্ছিল।
এ ঘটনায় প্রধান মন্ত্রী তেরেসা মে, বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন ও লন্ডন মেয়র সাদিক খান নিন্দা জানিয়ে এ হামলাকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছেন। পরিস্থিতি মোকাবেলায় প্রধান মন্ত্রী রবিবার জরুরী কোবরা কমিটির মিটিং আহ্বান করেছেন।
এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ও অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রী নিন্দা প্রকাশ করেছেন।
আসছে ৮ জুনের নির্বাচনী প্রচারনা বন্দ রেখেছে কনজারভেটিভ, লেবার পার্টি ও লিবডেম সহ অন্যান্য রাজনৈতিক দল।