ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১২৬ আভিবাসন প্রত্যাশী নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:১৯,অপরাহ্ন ২১ জুন ২০১৭ | সংবাদটি ১৪৪ বার পঠিত
প্রবাসের নিউজ :
লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি রাবারের নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেলে ১২৬ জন অভিবাসন প্রত্যাশীমী নিখোঁজ হয়েছে। মাত্র চারজনকে জীবতি উদ্ধার করেছে ইতালীর কোষ্টগার্ড।
উদ্ধারকৃতরা জানায়, তাদের নৌকায় ১৩০ জন যাত্রি ছিল। কিন্তু সাগরে কয়েক ঘন্টার চলার পর লিবিয়ার একটি জলদস্যু দল তাদের গতিরোধ করে এবং নৌকার ইঞ্জিনটি খুলে নিয়ে চলে যায়। তারপর নৌকাটি সাগরে ভাসতে ভাসতে বড় ঢেউয়ের মুখে পড়লে ডুবে যায়। নৌকার যাত্রিরা প্রায় সকলেই দক্ষিণ সুদানের অধিবাসী।
এদিকে ইতালীর কোষ্টগার্ড জানিয়েছে, নিখোঁজদের ভাগ্য অনিশ্চিত। সম্ভবতঃ তারা কেউ বেঁচে নেই।