মানবতার কল্যানে সাড়া দিয়ে বন্যাদুর্গতের পাশে দাড়ান – মো: কাপ্তান হোসেন
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৪১,অপরাহ্ন ১০ জুলাই ২০১৭ | সংবাদটি ১৬০ বার পঠিত
এ,বি,এম বুলবুল :বাংলাদেশ পণ্য আমদাণী কারক সমিতি এন,আর,বি এর সভাপতি,রিয়াদ জালালাবাদ এসোসিয়েশের উপদেষ্টা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটালের পরিচালক বিশি্ষ্ট সমাজ সেবক মোঃ কাপ্তান হোসেন বলেছেন- ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিপাতের কারনে সিলেটের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারন করেছে। বন্যার্ত মানুষ খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার জন্য নানা দুর্ভোগ পোহাচ্ছে। এমন পরিস্থিতিতে মানবতার কল্যানে সাড়া দিয়ে বিত্তবানদের উচিত অসহায় বন্যার্তদের পাশে দাড়ানো। ভুলে গেলে চলবেনা যে অসহায় দুর্গতরা আমাদের স্বজন। আপনজনের বিপদে কেউ বসে থাকতে পারেনা। তাই সবাইকে যার যার অবস্থান থেকে বন্যাদুর্গতদের কল্যানে কাজ করতে হবে। আমি আমার সাধ্যমত সহযোগিতা নিয়ে বন্যাদুর্গতদের মাঝে দাড়িয়েছি।
তিনি রবিবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজারের রেঙ্গা হাজীগঞ্জ কিংডম পার্টি সেন্টারে মোঃ কাপ্তান হোসেন ইসলামী ট্রাস্টের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন কালে টেলি কন্ফারেন্সের মাধ্যমে উপরোক্ত কথা বলেন এবং ট্রাস্টের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনির অনুপস্থিতিতে, সফল আয়োজন ও সুস্ট ভাবে বণ্টন করায় ।সকাল ১০ টায় ২৩৬ টি বন্যার্ত পরিবার কে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়।