স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলা : রেড এলার্ট জারি
প্রকাশিত হয়েছে : ২:৩১:২৫,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৭ | সংবাদটি ৬৮৪ বার পঠিত
-
কবির আল মাহমুদ, স্পেন
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় সন্ত্রাসী হামলা সংগঠিত হয়েছে । স্পেনের শহর বার্সেলোনার একটি পর্যটনকেন্দ্রে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ১৩ জন নিহত ও শতাদিক পথচারী আহত হয়েছেন। পুলিশ বলছে, এটা ‘সম্ভবত সন্ত্রাসী হামলা’।
স্থানীয় সূত্রে জানা যায়, (আজ) বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বার্সেলোনার পর্যটনকেন্দ্র লাস রাম্বলাসে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেওয়া হয়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে আরো জানা যায় ,ঘাতক ভ্যান চালক লুকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার পর পায়ে হেটে পালিয়ে যায়। পরবর্তীতে একটি রেস্টুরেন্টে লোকজনকে এক রেস্টুরেন্ট কর্মীকে জিম্মি করে রাখে ৩ বন্দুকধারী । কাতালান পুলিশের একজন মুখপাত্র বলেন, এটা সম্ভবত সন্ত্রাসী হামলা। তবে এই হামলার কারণ এখনো জানা যায়নি। ওই এলাকা থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাটি নিরাপত্তা কর্মীরা ঘিরে রেখেছেন। সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত শতাদিক অ্যাম্বুলেন্স দেখা গেছে। আপাতত ওই এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। স্থানীয় জরুরি উদ্ধারকর্মীরা প্লাজা কাতালোনিয়ার আশপাশের এলাকা থেকে নিরাপদ দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ।স্থানীয় মেট্টো-ট্রেন এবং যান সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে ।
আরেকজন প্রত্যক্ষদর্শী ঘটনার সময় একটি দোকানের কাছে লুকিয়েছিলেন। তিনি বলেন, সে সময় বন্দুকের গুলির শব্দও পাওয়া গেছে। ঘটনার সময় একটি ভ্যান ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে এসে পথচারীদের ওপর উঠিয়ে দেয়। কোনো সন্দেহ নেই যে এটা একটি ইচ্ছাকৃত ঘটনা। এ ঘটনায় বার্সেলোনা পুলিশ ৬ নম্বর সতর্ক সংকেত দিয়ে রেড এলার্ট জারি করেছে ।
স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে মিনিস্টার ও হেড অব চ্যান্সেরি এম হারুণ আল রাশিদ জানান, বার্সেলোনায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন। তাই আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত কোন বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশিদের নিরাপদে থাকার জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন।
বার্সেলোনায় ‘লা রামলা’ পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতিদিন হাজারো পর্যটকদের ভিড়ে মুখোরিত থাকে রামলা।