উটের দেশে বাঘের শিল্প
প্রকাশিত হয়েছে : ৮:২৮:০৪,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৭ | সংবাদটি ৩৭৪ বার পঠিত
-
তিশা সেন
আমরা বাঙালি | রক্তে, মনে, প্রাণে, জীবনে, সব ভাবে ই বাঙালি | আমরা কর্মঠ, আমরা সক্ষম, আমরা গর্বিত যে আমাদের কে বাঙালি বলা হয় | অবশ্য সবাই কিন্তু অত টা গর্ব বোধ করে না নানা ব্যক্তিগত কারণে, কিন্তু দেশের মাটি ই কিন্তু আমাদের কাছে টেনে নিবে, যদি কোথাও যাওয়ার না থাকে | এটার বিষয়ে কোনো অন্য সময় লিখবো, কিন্তু এখন লিখতে চায়, শিল্প ও সংস্কৃতি নিয়ে | এই একটা জিনিস, যেটা তে আমরা এখনো খুব পিছিয়ে আছি | জানি না কি কারণে কিন্তু আমরা শিল্পীরা আজো, কিছু একটা খুঁজছি | আমরা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশী শিল্পীরা, জানি না কত টুকু সন্তুষ্ট এখানকার বাঙালি শিল্পচর্চা নিয়ে | এখানে অনেক স্বাধীনতা, অনেক সুরক্ষা এবং শান্তি, তাতেও আমরা কিছু করে উঠতে পারছি না | কত প্রোগ্রাম ই না করা হয় এখানে, বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু সব কটার ই মূল অর্থ হারিয়ে যায়, আমরা ধরে রাখতে পারি না |
এই বিগত ৬ মাসে অনেক কিছু দেখলাম, অনেক আরো দেখার আছে | বাংলা কমিউনিটি খুবই বড় কিন্তু আমরা যা ই করি, তার তেমন প্রভাব থাকে না | যেই প্রোগ্রামেই যাই না কেন, গান আর গান, আর সেগুলি ও পাল্টায় না | কিছু আঞ্চলিক, কিছু লোকগীতি, ইত্যাদি | আমি গান শিখি | গান তুচ্ছ করছি না, করবো না | শিল্পী মানেই এমন মানুষ, যে অন্যদের এবং নিজের শিল্প কে সম্মান করে | নইলে, সে শিল্পী না | কত ধরণের গান ই না, এই পৃথিবী তে আছে | শুধু শ্রোতাদের নাচতে নয়, কখনো-কখনো মনের ভেতরটাকে কাঁপিয়ে তোলা গান ও দরকার, কখনো মধুর সুরের ছোঁয়া দরকার, কখনো কাঁদায় কখনো হাসায়, এমন গীতেরও দরকার | এই চাওয়া বুঝে কয় জনা… ।
-
আমি যখন বাংলা কমিউনিটিতে এ বছর প্রথম আসি, জানতে পারি, এখানে নৃত্যশিল্পী, শুধু একজন, আর এখন আমি এলাম | ছবি আঁকে, বা আবৃত্তি করে, এমন লোকদের নাম খুব কম ই শোনা গেলো | এটা সবার জন্য একটা ছোট ব্যাপার ছিল, কিন্তু আমার অবাক লাগে | আমি ভারতীয় অনুষ্ঠানে যখন নাচ করি, তখন এতো-এতো শিল্পী যে, ওখানে সুযোগ পাওয়া কঠিন | জানি না আমাদের দেশে কি শিল্পী কম, নাকি শিল্প কম | শিল্পচর্চা করা সহজ ব্যাপার না আর যদি পরিবার সাথে না থাকে, এটা করা অসম্ভব | অনেক শিল্পী উঠে কিন্তু, সমর্থনের অভাবে, হারিয়ে যায় আর নিজেকে লুকিয়ে ফেলে | ফিরে যায় আবার সেই চুপচাপ আড়ালে লুকিয়ে থাকা জগতে ।
আমি এখানে বসবাসরত অনেক শিল্পীদের চিনি, কিছুদের সাথে রোজ কথা বার্তা ও হয়, এবং অনেকের সাথে দেখা ও হয়, কিন্তু এখানে বাংলা অনুষ্ঠানের মান কম, নইলে সমানতা বেশি, ভিন্নতা কম | যেদিন আমরা সেটিকে পাল্টাতে পারবো, হয়তো নিজেই সব আপনা আপনি পাল্টিয়ে যাবে | এখানে শিল্পচর্চা কে এগিয়ে নেওয়ার জন্য মিডিয়া দরকার | কিন্তু মিডিয়া মানে কোনো এক চ্যানেল বা গ্রুপ নয়, মিডিয়া মানে সবাই যারা বিভিন্ন মিডিয়া টীম এ কাজ করে | শিল্পচর্চার জন্য নতুন প্রজন্ম কে উৎসাহ দেওয়া, এবং বর্তমান শিল্পীদের বিষয়ে, ভালো ভাবে প্রচার করা, এই দায়িত্ব মিডিয়ার হাতে দেওয়া হোক | সব শিল্প এবং শিল্পী কে উচিৎ সম্মান দেওয়া হোক, এটাই আশা, এবং কোনো শিল্প নিয়ে ই, কোনো ধরনের অনাধিকার এবং বাজে চর্চা না করা হোক, এটাই কামনা | আজ এতটুকু বলে, বিদায় নিলাম | আরো মনের কথা রাখবো আপনাদের সামনে, সময়ের সাথে, কাজের ফাঁকে |
-
লেখিকা: নৃত্য এবং বাচিকশিল্পী। শিক্ষিকা: ইন্ডিয়ান স্কুল- আজমান, আরব আমিরাত