দেওয়ান বজলু চৌধুরী, ফ্লোরিডা থেকেঃ
উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন ফোবানার তিন দিনব্যাপী সম্মেলনের শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। প্রথমে আমেরিকার জাতীয় সঙ্গীত, তারপর কানাডার জাতীয় সঙ্গীত এবং সবশেষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনকালে অন্যরকম এক অনুভূতি ছুঁয়ে যায় সবার হৃদয়ে। তিন প্রজন্মের সকলে এক সাথে গেয়ে ওঠেন, ‘আমার সোনার বাংলা’।
মনের অজান্তেই চোখে পানি এসে যায়। নিজের দেশ ছেড়ে জীবন ও জীবিকার প্রয়োজনে কত হাজার মাইল দূরে চলে এসেছি। কিন্তু ফোবানায় এসে যখন জাতীয় সঙ্গীত গাই, তখন মনে হয়, বুঝি বাংলাদেশেই আছি। যে শিশুরা ভালোভাবে বাংলা বলতে পারেনা, জন্মের পরে একবারও বাংলাদেশে যায়নি তারাও সমস্বরে আমাদের সাথে গায়- ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।
বিদেশ বিভুঁইয়ে দেশপ্রেমিক হাজারো বাংলাদেশির মিলনমেলা এই ফোবানা কনভেনশন। বাংলাদেশের বাইরে বাঙ্গালীদের সর্ববৃহৎ মিলন কেন্দ্র। ৩১ বছর ধরে চলছে ফোবানা। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে প্রতি বছর প্রাণের টানে এখানে ছুটে আসেন হাজারো মানুষ। কখনো ওয়াশিংটন, কখনো নিউইয়র্ক, কখনো ফ্লোরিডা আবার কখনো আটলান্টা। ফোবানা সম্মেলন যেখানেই হোক বছর ঘুরতেই আমরা সবাই মিলিত হই। এখানে ফিরে পাই আমার সোনার বাংলা। এক সঙ্গে হাজারো কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যেও কি যে শান্তি তা বলে বোঝানো যাবেনা।
ফোবানার প্রতিষ্ঠাকালীন সদস্যসহ ৩১ বছর ধরে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ফোবানা বেঁচে থাকুক হাজার বছর। হাজার মাইল দূরের এই প্রবাসে বেঁচে থাক বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ুক- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।