বিলেতে ভালো সাংবাদিক তৈরী না করার ব্যর্থতা কার?
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৩৮,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৭ | সংবাদটি ৫২১ বার পঠিত
-
সাহিদুর রহমান সুহেল
সরাসরি বলতে চাই এই জন্য টিভির/প্রিন্ট মিডিয়ার মালিক পক্ষ অনেকাংশ দায়ী,সংবাদকর্মীর পরিচয় পত্রের বদলে যখন দেহটা খুলে হাটের মধ্যে বিজ্ঞাপন প্রতিনিধির লাইফ সাপোট মেশিন বসিয়ে দেয়! এই বিজ্ঞাপনের মেশিন সংবাদ কর্মীর ঘাম ঝরিয়ে উত্পাদিত তৈল মালিকের রঙিন বাক্সতে কাগ বসিয়ে ফিফা থেকে যতদিন তৈল যোগান দিবে ততদিন সংবাদ কর্মীর হাট কাজ করবে ,তা না হইলে বাতি যাইবে নিবিয়া !তাই বাধ্য হয়ে অনেক সংবাদ কর্মী বিক্রেতা হতে হয় ।
মালিক পক্ষের কাছে সংবাদ কর্মীর নিয়ে৷গে সংবাদিকতায় অভিজ্ঞতার বদলে “কমিউনিটিতে কতটা পরিচিত(ভালো + মন্দ) এবং একজন সেলসমেনের অভিজ্ঞতা প্রাধান্য দেওয়া হয় । তাই বাধ্য হয়ে কিছু সংবাদ কর্মী বিভিন্ন সামাজিক,সংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্টানের আয়োজনে মিডিয়া পাটনার এবং নিজ মিডিয়ার নাম, নিজের এবং বাক্সের যোগান দিয়ে মালিক পক্ষ প্রধান অতিথির আসন অলংকৃত করার মাধ্যমে জীবনের সকল স্বার্থকতা মনে করেন ।
আবার বিলেতের অনেক সাংবাদিক ভালো কাজ করতে চাইলেও আমাদের কমিউনিটির একেকজন বহু গুনে-গুনান্নিত রাজনৈতিক, সামজিক ও সংস্কৃতি ব্যক্তিরা নিজের নাদুস-নুদুস চেহারা দেখানোর জন্য ক্রেতা সাজেন ৷ তখন একটি মৌলিক সংবাদ কিংবা নিজের জাগ্রত বিবেক ক্ষনিকের জন্য লোপ পেয়ে ক্রেতা-বিক্রেতার সমন্নয়ে যদিও সংবাদটি রঙিন বাক্সে চলে যায় আর তা ক্রেতা শশুর বাড়ির লোকজন নিয়ে বসে দেখতে নিজের মনপুন্ন না হলে সেই সংবাদ কর্মীর ফোন বেজে ওটে ৷সেই সংবাদ কর্মী সংবাদ পরিবেশনের ভাষা সেই ক্রেতাকে বুঝালে আর উপায় নেই, সরাসরি অভিযোগ চলে যাবে মালিকের কাছে, পরদিন সেই সংবাদ কর্মীর হাটের মেশিন খুলে নেওয়া হবে তখন সেই সংবাদ কর্মী ইতিহাসের আস্থা কুড়ে চলে যাবেন যদি তিনি হসপিটালে আইসিইউ তে অবস্থান করেন তাকেতো দেখা দুরের কথা তার মোবাইল ফোন তখন একটা মূর্তি রূপ ধারণ করে আর বেজে ওটেনা ।
অপরদিকে প্রিন্ট মিডিয়ার কিছু সম্পাদক দ্বারা স্থানীয় নবীন লেখক/সাংবাদিকদের প্রতি যে বৈষম্যের শিকার হয়ে থাকেন যেমন, কোনো একটি লেখা পাঠালে সম্পাদক জিজ্ঞাস করেন আর কোনো পত্রিকায় দিলে তা হলে প্রকাশের অযোগ্য হয়ে যাবে কিন্তু অনেক সময় ভালো লেখা হওয়া সত্ত্বেও প্রকাশের কোনো নিশ্চয়তা নেই,কোনো-কোনো সময় প্রকাশও হয় না অথচ একই লেখা বিভিন্ন পত্রিকায় নেওয়ার যে শর্ত সেই শর্তটি বিলেতের প্রায় প্রতিটি পত্রিকা খুলে দেখলে দেখা যায় যে, বাংলাদেশ থেকে বিভিন্ন লেখকদের একই লেখা সব পত্রিকায় আমদানি এর জবাব কি পাওয়া যাবে ? পত্রিকার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সম্পাদকের পরিচিত জনদের লেখা কলাম আর বিলেতের অনেক শক্তিশালী নবীন লেখকদের ভালো লেখা চিঠি আকারে প্রকাশ করেন লেখার মান বুজে না ব্যক্তির মান বুজে কলাম-চিঠি নির্ধারণ হয় এই বিষয়টি আমার জানা নেই ! আবার কোনো সাংবাদিক নিউজ যদি ফুল পেন্ট আকারে পাটালে সম্পাদক সাহেব এটিকে হাফপেন্ট করে ফেলেন ৷
সংবাদের মূল বিষয় বস্তু কেটে উপস্তিতি এবং বক্তাদের নাম ছেপে সংবাদের চাইতে ছবি বড় আকারে ছেপে দেন, যাতে ক্রেতারা নিজের ছবি ও নাম দেখে পত্রিকাটি বগলে চেপে ধরেন । সংবাদের মূল বিষয়টি সম্পাদকের কাছে গৌন হয়ে যায় হয়ত আরো লিখতে পারতাম,কি ভেবে যেন লিখিনি । পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি বা ধ্বংশ একক ভাবে একটি সমাজ, গোষ্ঠী,দেশ ও জাতি দ্বায়ী নয় তেমনি আমার আজকের লেখাটি বিলেতে ভালো সাংবাদিকতায় শুধু সাংবাদিকরাই দ্বায়ী নয় ? এটি আমার লেখনীর মূল উদ্দেশ্য কাউকে আঘাত করার জন্য নয় ৷ যতদিন পর্যন্ত সাংবাদিক-সম্পাদক-মালিক পক্ষ একে অপরের স্বার্থ পরিপূরক হয়ে কাজ করার মানুষিকতা দুরে রেখে সমাজ ও জাতির জন্য নিজের স্বাধীন বিবেক, চিন্তা ,ধারণা নিয়ে কাজ করে যাবেন তখন উভয় উপকৃত হবেন ৷