বিলেতে আজ জিএসসি নির্বাচন: আতা – খছরু – সালেহ বনাম মাহবুব – মকিস – রানা প্যানেলের লড়াই
প্রকাশিত হয়েছে : ১২:১৫:৪১,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | সংবাদটি ১৬১ বার পঠিত
-
এম এ জামান, লন্ডন :
যুক্তরাজ্যে বৃহত্তর সিলেটের পুরাতন ও সর্বাধিক বড় সংগঠন হচ্ছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। আজ রোববার (২৫ ফেব্রুয়ারী) প্রায় চার হাজার সদস্যের এই সামাজিক সংগঠনের নির্বাচন । দুটি পুর্নাংগ প্যানেলের অংশ গ্রহণে এই নির্বাচন আজ ম্যানচেস্টারের ওল্ডহ্যামে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আতা – খছরু – সালেহ পরিষদে ব্যরিষ্টার আতাউর রহমান আতা চেয়ারম্যান, খছরু খান সেক্রেটারী ও সালেহ আহমদ ট্রেজারার পদে অপরদিকে মাহবুব – মকিস – রানা পরিষদে (বর্তমান চেয়ারম্যান) নুরুল ইসলাম মাহবুব চেয়ারম্যান, মকিস মনসুর সেক্রেটারী ও হাসিবুর রহমান রানা ট্রেজারার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৫ সদস্যের কার্যকরী কমিটিতে দুটি প্যানেল সবকটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে। জিএসসি’র দ্বিবার্ষিক নির্বাচনে উভয় প্যানেলই বিজয়ের ব্যাপারে আশাবাদী ।