কুয়েতে যমুনা টিভির চতুর্থ বছর উদযাপন
প্রকাশিত হয়েছে : ১০:৫১:০৯,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৮ | সংবাদটি ১০৮ বার পঠিত
কুয়েতে যমুনা টিভির চতুর্থ বছর উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারী টেলিভিশন চ্যানেল, (JAMUNA TV) চতুর্থ বছর উদযাপন ও পঞ্চম বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা কুয়েতের সুক আল ওয়াতানিয়া মার্কেটের হলিডে ইন হোটেলে যমুনা টিভির কুয়েত প্রতিনিধি শেখ এহছানুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান ও দূতালয় প্রধান আনিসুজ্জমান। কুয়েত আ,লীগে সভাপতি মোহাম্মদ সাদেক, আমরা মুক্তিযোদ্ধা্র সন্তান কুয়েতের আহবায়ক মোঃ দিদার, আবদুল আহাদ, নজরুল ইসলাম, তৌহিদুল আলম, । NEWS.24 -এর কুয়েতের প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন ও বাংলাটিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ, সময় টিভির শরিফ মিজান, MY TV -এর আল আমিন রানা, RTV -এর জালাল উদ্দিন সহ অন্যান্য আমন্ত্রিত সূধীবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
|