স্পেন আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সামসুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক সভা
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৫১,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০১৮ | সংবাদটি ২৬৬ বার পঠিত
-
কবির আল মাহমুদ , মাদ্রিদ , স্পেন :
স্পেন আওয়ামীলীগের প্রতিষ্ঠিতা সাধারন সম্পাদক বঙ্গবন্ধুর আর্দশেরসৈনিক সামসুল আলম চৌধুরী ওহিদ মিয়ার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ স্পেন কেন্দ্রীয় কমিঠির উদ্যোগে গতকাল (১৩ এপ্রিল ) শুক্রবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদে স্পেন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্পেন আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী বোরহান উদ্দিন।স্পেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়সাল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা ইফতেখার আলম।
শোক সভার শুরুতে মহান মুক্তিযোদ্ধে নিহত ও মরহুম সামসুল আলম চৌধুরী ওহিদ মিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোক সভা ও দোয়া মাহফিলে সদ্য প্রয়াত সামসুল আলম চৌধুরী ওহিদ মিয়ার স্মৃতি চারন করে বক্তব্য দেন স্পেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাসান ,ইফতেখার আলম, তাপস দেব নাথ ,এফ এম ফারুক পাভেল ,অভিবাসন সম্পাদক এডভোকেট তারেক হোসাইন ,সাংগঠনিক সম্পাদক এনাম আলী খান প্রচার সম্পাদক জালাল হোসাইন ও সাব্বির আহমেদসহ অনেক।
শোক সভায় বক্তারা, প্রবীণ রাজনীতিবিদ স্পেন আওয়ামীলীগে প্রতিষ্টাতা সাধারন সম্পাদক মরহুম সামসুল আলম চৌধুরী ওহিদ মিয়া বঙ্গবন্ধুুর আর্দশের এক জন পরিক্ষিত সৈনিক ছিলেন। তিনি বহু ত্যাগ ও নিরলস পরিশ্রম করে স্পেনে আওয়ামীলীগ প্রতিষ্ঠিত করেছেন।তার মৃত্যুতে দেশ জাতি হারালো এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবককে। তার শূন্যতা সত্যিই অপূরনীয়।তার আর্দশে আর্দশিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব বলে সকল বক্তারা অভিমত ব্যক্ত করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।