বৃটেনে প্রথমবারের মত অনুষ্টিত হতে যাচ্ছে “গোলাপগঞ্জ উ্যসব ” ২০১৯ সালে
প্রকাশিত হয়েছে : ৮:৪২:৪৭,অপরাহ্ন ০৮ মে ২০১৮ | সংবাদটি ২৪৯০ বার পঠিত
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত গোলাপগঞ্জের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে তুলে ধরতে ২০১৯ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক গোলাপগঞ্জ উৎসব। এতে ব্রিটেন প্রবাসী গোলাপগঞ্জবাসী ছাড়াও বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোলাপগঞ্জের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। এছাড়া চলতি বছর ১ জুলাই ব্রিটেন প্রবাসী গোলাপগঞ্জবাসীদের নিয়ে অনুষ্ঠিত হবে সমুদ্র ভ্রমণ।
গত ৬ মে রবিবার দুপুর ২ঘটিকার সময় পূর্ব লন্ডনের ১১০ নম্বর হোয়াইটচ্যাপেল রোডে গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকের আহবায়ক কমিটি এক সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক ড. রেণু লুৎফার সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের আহবায়ক কমিটির সদস্য মাওলানা শওকত আলী।
সভায় আহবায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মো আনোয়ার হোসেন, মো আমান উদ্দিন, মোহাম্মদ লোকমান উদ্দিন, রুহুল আমিন রুহেল, মোহাম্মদ শামছুল হক, এম এ বাছিত, হাবিবুর রহমান, মিছবাউল হক মাছুম, রোমান আহমদ চৌধুরী, তারেকুর রহমান ছানু, বদরুল আলম বাবুল, শিয়াব উদ্দিন, রফি চৌধুরী সিবা, মো আজিজুস সামাদ, মো জাহেদ আহমদ, মো কামাল উদ্দিন, মো ইকবাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ব্রিটেনপ্রবাসী গোলাপগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসী প্রজন্মের মধ্যে আস্থা ও নির্ভরতার সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৭ গঠিত হয়েছিল গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকে।গোলাপগঞ্জ সফল ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আগামীতে গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকের উদ্যোগে গোলাপগঞ্জের কমিউনিটি নেতা ও অ্যাকটিভিস্টদের সঙ্গে ব্রিটেনের বিভিন্ন শহরে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও গোলাপগঞ্জ উৎসব উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একখানা ম্যাগাজিন প্রকাশ করা হবে।সভায় ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জবাসীদেরকে গোলাপগঞ্জ ট্রাস্ট (ইউকে) এর সদস্যপদ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।
গোলাপগঞ্জ ট্রাস্ট (ইউকে) এর সদস্য ফি মাত্র একশত পাউন্ড (১০০ পাউন্ড)। এ বিষয়ক কোনো কিছু জানতে যোগাযোগ করুন – আনোয়ার শাহজাহান , মোবাইল 07957 981636 এবং ইমেইল – golapganjtrust@gmail.com