আমিরাতে দৈনিক শুভ প্রতিদিন সম্পাদক সরওয়ার হোসেনের সাথে প্রবাসীদের অধিকার বিষয়ে মতবিনময় সভা
প্রকাশিত হয়েছে : ৭:১০:৪০,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৮ | সংবাদটি ৯৮৮ বার পঠিত
-
লুৎফুর রহমান
বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা ইউ এ ই’র উদ্যোগে দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেনের সাথে প্রবাসীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আরব আমিরাতের শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী বদরুল হোসেন।
সাধারণ সম্পাদক জি এম জায়গীরদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাছিব খোকনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ মুহিত, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব আবদুল করিম, শেহাবুল আম্বিয়া, হাবিবুর রহমান চুনু, মাশুক উদ্দিন ইউসুফ, বাংলাদেশ থেকে আগত ছাতনেতা ইকবাল হোসেন তারেক, ফয়ছল আহমেদ, আব্দুল মুকিত মছনু , শাহজাহান আহমেদ, কবির উদ্দিন, এম সুমন আহমদ, হোসাইন মাহমুদ আলতাফ, সাংবাদিক লুৎফুর রহমান, রাসেল আহমেদ, মিজানুর রহমান রোমান, আব্দুস সামাদ, পাবেল আহমেদ, রাজু আহমদ ।
কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন চৌধুরী, হাজী শফিকুল ইসলাম, আব্দুল মতিন, নজরুল ইসলাম তালুকদার লিটন, নাজমুল ইসলাম, ফারুক আহমদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সন্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় প্রবাসীরা দেশে গেলে বিমানবন্দরে প্রতিনিয়ত লাঞ্চনায় পড়তে হয়, দুবাই তেকে বাংলাদেশ বিমানে লাশ বহনে সমস্যা, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর এবং দূতাবাসের সেবা আরো আধুনিকরণ করার প্রসঙ্গ নিয়ে প্রবাসীরা নানা মত ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন সরওয়ার হোসেন এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।