দুবাই কনসুলেটের বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৮:২০:২৩,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৩৭৪ বার পঠিত
-
লুৎফুর রহমান
যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বাংলাদেশে ৪৮তম মহান বিজয় দিবস উৎযাপন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে কনস্যুলেটের কর্মকতা ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির ব্যাক্তিদের সাথে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কনস্যাল জেনারেল ইকবাল হোসোইন খান এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন কনস্যুলেট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশাজীবি সহ সংগঠন। পরে প্রথম সচিব ও দুতালয় প্রধান প্রবাস লামারং এর উপস্থাপনায় কুরআন তেলাওয়াত ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে কমার্শিয়াল কাউন্সেলর এ কে এম রফিক আহম্মেদ, প্রথম সচিব পার্সপোর্ট ও ভিসা নুর-এ-মাহাবুবা জয়া ও প্রথম সচিব লেবার মনোয়ার হোসেন ফকির ও প্রথম সচিব ও দুতালয় প্রধান প্রবাস লামারং ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর একটি প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
এ সময় কনস্যাল জেনারেল ইকবাল হোসাই খান বলেন, আমি আজ বিজয়ের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। আমাদের দেশপ্রেমের অনুভূতি, চিন্তা-চেতনা ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নে প্রবাসীদেরও ভূমিকা রয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেনীর পেশাজীবি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।