ফোবানার নির্বাচন। কমিউনিটি নেতা জাকারিয়া চৌধুরী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:২৭,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৭২ বার পঠিত
জুয়েল সাদত :
উত্তর আমেরিকার সবচেয়ে প্রতিনিধিত্বশীল সংগঠন ফোবানা। ঐতিহ্যর ধারাবাহিকতায় নিউ ইয়র্কের সবচেয়ে জনপ্রিয় কমিউনিটি ব্যাক্তিত্ব জাকারিয়া চৌধুরী ২০২০-২০২১ সালের দায়িত্ব পেয়েছেন। জাকারিয়া চৌধুরী দীর্ঘদিন থেকেই ফোবানার সাথে সম্পৃক্ত। স্বজ্জন ও সাংগঠনিক ব্যাক্তিত্ব হিসাবে নিউইয়র্কে সুপরিচিত জাকারিয়া চৌধুরী একজন মুক্তমনের মানুষ, তিনি সম্মিলিত ভাবেই সকলকে নিয়েই ফোবানার নির্বাহী দায়িত্ব পালন করবেন বলে জানান।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর ২০২০-২০২১ সালের জন্য নির্বাচনে নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)।
ফোবানার ৩৪তম সম্মেলনে (অন্তর্জাল/ভার্চ্যুয়েল)এর দ্বিতীয় দিনে গতকাল ২৯শে নভেম্বর অনলাইন ভোটে ৬১টি ভোটারের সকলেই অংশ গ্রহন করে। শতভাগ ভোটারের অংশগ্রহণে সম্পন্ন নির্বাচনে ফোবানা’র (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) নির্বাহী কমিটির চেয়ারপারসন পদে জাকারিয়া চৌধুরী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ডঃ আফসান চৌধুরী হিরু (হিউস্টন), নির্বাহী সচিব পদে মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া), যুগ্ম নির্বাহী সচিব পদে আরিফ আহমেদ (জর্জিয়া) এবং কোষাধ্যক্ষ পদে নাহিদ উদ্দিন খান (জর্জিয়া) নির্বাচিত হন ।
নির্বাচনে চেয়ারপারসন , ভাইস চেয়ারম্যান এবং যুগ্ম নির্বাহী সচিব পদে হাড্ডি হাড্ডি লড়াই হয়।
চেয়ারপারসন পদে জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)৩২ ভোট এবং প্রতিদ্বন্দী মোহাম্মদ আলমগীর( ভার্জিনিয়া) পেয়েছেন ২৯ ভোট। মাত্র ৩ ভোটের ব্যবধানে জাকারিয়া চৌধুরী বিজয়ী হন। মোহাম্মদ আলমগীর এই নিয়ে দ্বিতীয়বারের মত পরাজিত হলেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি মাত্র দুই ভোটে মীর চৌধুরী (নিউজার্সি)র সাথে পরাজিত হন।
ভাইস চেয়ারম্যান পদে ড. আহসান চৌধুরী (টেক্সাস-হিউস্টন) পেয়েছেন ২২ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী এম রহমান জহীর (ফ্লোরিডা) ২১ এবং দিলু মাওলা (জর্জিয়া) পেয়েছেন ১৮ ভোট। ড. আহসান চৌধুরী মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হন।
যুগ্ম নির্বাহী সচিব পদে আরিফ আহমেদ (জর্জিয়া) পেয়েছেন ২৫ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী খালেদ রব (ইলিয়ন-শিকাগো) ২১ ভোট এবং আবির আলমগীর (নিউইয়র্ক) পেয়েছেন ১৫ ভোট।
নির্বাহী সচিব হিসেবে জয়ী মাসুদ রব চৌধুরী পেয়েছেন সর্বোচ্চ সংখ্যক ৩৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ড. রফিক খান পেয়েছেন ২৩ ভোট। ট্রেজারার পদে বিজয়ী নাহিদ খান সাহেল পেয়েছেন ৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কবীর কিরণ পেয়েছেন ২৬ ভোট।
এবারের নির্বাচনে অঘোষিত দুইটি ছায়া প্যানেল নির্বাচনে অংশ গ্রহন করেন বলে আলোচনা ছিল। এতে জাকারিয়া-রফিক প্যানেল থেকে চেয়ারপার্সন হিসাবে জাকারিয়া এবং যুগ্ম নির্বাহী সচিব আরিফ এবং আলমগীর-মাসুদ রব প্যানেল থেকে হিরু, মাসুদ এবং নাহিদ খান সাহেল নির্বাচিত হন।
নির্বাচনে আউস্ট্যান্ডিং মেম্বর হিসেবে জয়ী হয়েছেন ডিউক খান (জর্জিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), হাসমত মোবিন (টেক্সাস), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সি), এ টি এম আলম (ভার্জিনিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), আরেফিন বাবুল ও রেহান রেজা (ক্যানসাস)। পদাধিকার বলে মেম্বর হয়েছেন বিদায়ী সভাপতি শাহ হালিম। আউস্ট্যান্ডিং মেম্বর হিসেবে ৮টি পদের জন্য ৯ জন প্রার্থী ছিলেন । পরাজিত হয়েছেন বেদারুল ইসলাম বাবলা (নিউইয়র্ক)।
১৭টি সংগঠন প্রতিনিধি পদের মধ্যে ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২টি প্রতিনিধি পদ ২০২১ সালে গ্রেটার ওয়াশিংটনে অনুষ্ঠতব্য ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন -আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (ভার্জিনিয়া) এবং ২০২২ সালে শিকাগোতে অনুষ্ঠতব্য সম্মেলনের স্বাগতিক সংগঠন – বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড এর জন্য নির্ধারিত। বাকী ১৫টি সংগঠন প্রতিনিধি পদের জন্য ২৫টি সংগঠন নির্বাচনে অংশ গ্রহন করে। বিজয়ী ১৫টী সংগঠন হচ্ছেন (ভোটের প্রাপ্তি হিসাবে ক্রমিক অনুসারে)-বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক- বাই(ভার্জিনিয়া-ম্যারিল্যান্ড),বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সি,বাংলাদেশ থিয়েটার হিউস্টন,ড্রামা সার্কেল (নিউইয়র্ক),বাংলাধারা (জর্জিয়া), প্রিয় বাংলা ইঙ্ক (ভার্জিনিয়া),বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোনিয়া, বাংলাদেশ একাডেমী অব লস এঞ্জেলেস, বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া, বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অব হিউস্টন এবং বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া।
ভোটে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক- বাই(ভার্জিনিয়া-ম্যারিল্যান্ড) ৬১টি ভোটের মধ্যে ৫৬ ভোট লাভ করে।
গঠনতন্ত্র মোতাবেক সার্বজনীন কমিউনিটি সংগঠনগুলিই ফোবানার সদস্য হবার যোগ্য। কোন জেন্ডার ভিত্তিক , বিজনেস কিংবা স্পোর্টস এ্সোসিয়েশন ফোবানার সদস্য হতে পারে না। তা সত্ত্বেয় বেশ কয়েকটি এই ক্যাটাগরীর সংগঠন ফোবানা রয়েছে। এমনি তিনটি সংগঠন-বাংলাদেশী আমেরিকান ওম্যান এসোসিয়েশন অব টেক্সাস, বাংগালী বয়েস কালচারাল এন্ড স্পোর্টস এসোসিয়েশন-নিউইয়র্ক এবং এন আর বি বিজনেস অর্গানাইজেশন-নিউইয়র্ক নির্বাচনে পরাজিত হয়েছে। এ ছাড়া সাংগঠনিক ভিত্তি নেই , এমন কয়েকটি সংগঠনও পরাজিত হয়েছেন। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠনও জয়ী হতে পারেনি। এদের মধ্যে বেদারুল ইসলাম বাবলার বাংলাদেশ লীগ অব আমেরিকা (নিউইয়র্ক), ডঃ রফিকের বংগ ফাউন্ডেশন, সিব্বির আহমেদের বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, কবীর কিরণের শতদল নিউজার্সি উল্লেখযোগ্য।
আশা প্রকাশ করা যাচ্ছে, আগামী বছর কোভিড পরবর্তি ওয়াশিংটনে মান সম্পন্ন ও জমকালো ফোবানা অনুষ্ঠিত হবে।