জাকারিয়া চৌধুরীকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রিয় সহ সভাপতি জুয়েল সাদতের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৭:১২:৩৯,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৩০ বার পঠিত
প্রবাস ডেস্ক –
উত্তর আমেরিকার সবচেয়ে প্রস্টিজিয়াস সংগঠন ফোবানা, ফোবানা উত্তর আমেরিকায় ৩৪ বছর থেকে বার্ষিক তিনদিনের সম্মেলন করে আসছে। সেই ফোবানা নির্বাহী কমিটির নির্বাচনে আগামী বছরের জন্য্ চেয়ারম্যান্ নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব জাকারিয়া চৌধুরী।
জাকারিয়া চৌধুরী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রিয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি সেন্ট্রাল ফ্লোরিডার কমিউনিটি একটিভিস্ট সাংবাদিক জুয়েল সাদাত।
জুয়েল সাদাত এক বিবৃতিতে উল্লেখ করেন, দাদনভুইয়ার কৃতি সন্তান মুক্তিযুদ্ধের পক্ষের অকুতোভয় সৈনিক জনাব জাকারিয়া চৌধুরী একজন পরিক্ষিত কমিউনিটি নেতা। তার নেতৃত্বে ফোবানা করোনা পরবর্তিতে গতি ফিরে পাবে।
তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফোবানাকে অনেক এগিয়ে নিয়ে যাবেন। ফোবানায় নতুন কিছু সংযোজিত হবে, সবাই উপকৃত হবেন। জুয়েল সাদত মনে করেন, আগামির ডিসির ফোবানা জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে সফল ও সার্থক হবে । আগামি ২০২১ সালের ডিসির ফোবানা নেতৃত্বে যারা আছেন তারাও পরিক্ষিত । জাকারিযা চৌধুরী দীর্ঘদিন থেকেই ফোবানার নানা দায়িত্ব সফলভাবে পালন করেছেন।