বিশ্বের মহামারীর এই দুঃসময়েও বাংলাদেশের প্রবৃদ্বি আশাব্যাঞ্জক – ড. আব্দুস সোবহান গোলাপ
প্রকাশিত হয়েছে : ৯:০১:৫৯,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৬১ বার পঠিত
জুয়েল সাদাত ( প্রবাস ডেস্ক)
গতকাল ১৬ ডিসেম্বর সেন্ট্রাল ফ্লারিডা মহানগর আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত বিজয় দিবস উদযাপন এর ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রিয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এ কথা বলেন।
ডক্টর আব্দুস সোবহান গোলাপ আরো বলেন,বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বলে বা লিখে শেষ করার নয়। তিনি পুর্ব পাকিস্তানীদের মুক্তির মহান নেতা। উনার ৭ ই মার্চের ভাষন ইউনেস্কো সংগ্রহ করে রেখেছে। ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে অর্থনীতির একটি পদক ঘোষনা করছে। যা বঙ্গবন্ধুকে বিশ্বের কাছে নতুন মর্যাদায় স্থান দিবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা যে ভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে বাংলাদেশ আজ বিশ্বের কাছে মর্যাদায় প্রতিষ্টিত । আপনারা সবাই শেখ হাসিনার জন্য্ দোয়া করবেন, তিনি দীর্ঘজী্বী হলে, বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
ডক্টর গোলাপ আরো বলেন, ভাষ্কর্য বিভিন্ন মুসলিম দেশে বিদ্যমান, বাংলাদেশেও আছে। একটি ইস্যু তৈরী করে দেশে সংঘাত সৃষ্টির জন্য্ একটি শ্রেনী কাজ করছে।
বঙ্গবন্ধুর ভাষ্কর্য সময়ের আবর্তে স্থাপিত হবে। একটি অপশক্তি সরকারের নানা কাজে বাধা দেয়, ইস্যু তৈরী করে। আপনারা সবাই সজাগ থাকবেন।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব আসিফ কাজী সুকনের সভাপতিত্বে ও সাধারন সম্পদক সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সেন্টুর পরিচালনায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন মুরাদ হোসেন। স্বপন অধিকারীর সহযোগিতায় জাতীয় সংগিতের মাধ্যমে সভার কাজ শুরু হয়ে। প্রথমে শহিদদের স্মৃতির প্রতি এক মিনিট নিরাবতা পালন করেন সবাই। সভাপতি আসিফ কাজীর প্রস্তাবে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ প্রথম বারের মত জীবিত মুক্তিযোদ্বাদের প্রতিও এক মিনিট নিরবতা পালন করেন। সভায় প্রধান অতিথি মুক্তিযোদ্বা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এর নিকট অনুরোধ জানানো হয়, প্রধানমন্ত্রীকে এই জীবিত মুক্তিযোদ্বাদের সম্মান জানানোর রেজুলেশন জানানোর জন্য্। প্রধান অতিথি জনাব গোলাপ সকলকে ধন্যবাদ জানিয়ে, ই মেলে প্রস্তাব টা প্রেরনের অনুরোধ জানান।
আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য্ রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি জননেতা সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান, বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধাদের স্মরন করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই বছরে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করার আহবান জানান সকলকে।
সিদ্দিকুর রহমান বলেন, বহিঃবিশ্বের সব জায়গায় বঙ্গবন্ধু দৃশ্যমান হচ্ছেন। তিনি সেন্ট্রাল ফ্লোরিডার সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।
সভায় উপদেষ্টাদের মধ্য বক্তব্য রাখেন ডা মুরাদ খান ঠাকুর, মুক্তিযুদ্বাদের মধ্যে ডাঃ সিরাজুল ইসলাম, প্রকৌশলী ইকবাল হায়দার,ডাঃ নুরুল আমিন, শামিম মৃধা, কাদের আহমদ, মাসুম সৈয়দ।
অন্যান্য উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন জয়নাল চৌধুরী, রেজাউল করিম, জালাল চৌঃ নেপচুন,আরিফ পাটোয়ারী, আব্দুল জলিল, সাব্বির রহমান প্রমুখ।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের বিজয় দিবসের ইন্টারন্যাশনাল ভার্চুয়াল সভায় অংশগ্রহন করেন, টেম্পা মহানগর আওয়ামী লীগ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগ।
আলোচনা সভায় অংশগ্রহন করেন,শাওন প্রজা, মেহেদি বাবুল,আলো আহমদ,সায়েমা সাব্বির, নাজিমুল্লাহ লিটন,জাহাঙ্গীর সরদার, জুয়েল সাদাত,সফি আহমদ, জাহিদ আলম, স্বপন অধিকারী মুরাদ হোসেন, ফয়জুল চৌধুরী প্রমুখ।
মুক্তিযোদ্বাদের মুখে যুদ্ধের স্মৃতিচারন ভার্চুয়াল আলোচনায় নতুন মাত্রা যোগ করে। সবাই দুন্টা অনুষ্ঠানে ছিলেন।
সভার শেষে আনোয়ার হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্টানের সমাপ্তি টানেন।