সাকীর উপর হামলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জুয়েল সাদতের নিন্দা
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:১১,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১২২ বার পঠিত
ডেস্ক রিপোর্ট –
চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকী ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয়্ সহ সভাপতি সাংবাদিক আমেরিকার কমিউনিটি একটিভিষ্ট জুয়েল সাদত।
সোমবার তিনি জানান, একজন সাংবাদিকের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। শুধু তার উপরই নয় তার স্ত্রী ও তার পরিবারের উপর হামলায় চালায় এসব সন্ত্রাসীরা। আমরা এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
সিলেটের সকল সাংবাদিকদের উচিত এটা নিয়ে প্রশাসনের সাথে বসা।
আজ সাকির উপর হামলা, কাল অন্য কারও উপর হবে। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি উল্লেখ করেন,সাকি একজন অসম্ভব মেধাবী সাংবাদিক। দৃষ্টান্তমুলক শাস্তি চাই দায়ীদের।
অতিতে সিনিয়র সাংবাদিক ফতেহ ওসমানীকে সন্ত্রাসীরা হত্যা করেছিল সিলেটে, তারও বিচার হয়নি। তার পরিবার বিচারের আশায় বসে আছে বছরের পর বছর। তাই যারা আজ সাকিকে মেরে ফেলার জন্য্ আক্রমন করেছে তাদের বিচার করা সময়ের দাবী।