৩৫ তম ওয়াশিংটন ফোবানা সম্মেলনের প্রস্তুুতি
প্রকাশিত হয়েছে : ৮:০২:০০,অপরাহ্ন ২৪ মার্চ ২০২১ | সংবাদটি ১২৯ বার পঠিত
- জুয়েল সাদাত
আমেরিকা প্রবাসীদের নিকট ফোবানা সম্মেলন বার্ষিক সঅববৃহদ মিলন মেলা। দীর্ঘ ৩৩ বছর সফল ভাবে ফোবানা সম্মেলন অনুষ্টিত হলেও ৩৪ তম ফোবানা কোভিড ১৯ এর কারনে ভার্চুয়ালী সম্পন্ন হয়েছিল। তাই ৩৫ তম ফোবানা হবে সবচেয়ে কালারফুল কারন দীর্ঘদিন প্রবাসীরা নানা একটিভিটি থেকে বিরত। ৩৫ তম ফোবানা ওয়াশিংটন ডিসিতে বসতে যাচ্ছে। সুদীর্ঘ এক বছর থেকেই স্থানীয় আয়োজক কমিটি গ্রাউন্ড ওয়ার্ক করে যাচ্ছেন, তারাই ধারাবাহিকতায় অনেক কাজ এগিয়েছে দক্ষ সংগঠক জি আই রাসেল ও সাংবাদিক শিব্বির রহমানের নেতৃত্বে। কোভিড পরেরর্তি সবচেয়ে বড়ো ইভেন্ট ঘিরে অনেক কর্মসুচি হাতে নেয়া হয়েছে।
আসছে ৩ থেকে ৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডি.সিতে তিনদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানায় সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’ (এবিএফএস)। ৩৪ তম ডালাস ফোবানার অনেক দক্ষ সংগঠকরা জড়িত আছেন ওয়াশিংটন ফোবানাতে। ৩৪ তম ভার্চুয়াল ফোবানায় অনেকেই তাদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পান নাই, তাই ৩৫ তম ফোবানা হবে অনেক ইভেন্টের সমন্বয়, সেই সাথে নিউ ইয়র্কে দক্ষ সংগঠক ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী আছেন তার পুরো টিম নিয়ে।
এ উপলক্ষ্যে শুক্রবার ওয়াশিংটন ডি.সিতে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন তারা।
এতে উপস্থিত ছিলেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনর পারীভন পাটোয়ারী এবং মজনু মিয়া, চিফ প্যাট্রন কবির পাটোয়ারী, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ফাইজুল ইসলাম এবং সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও ।
একইদিন সন্ধ্যায় ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির সঙ্গে এক ঘরোয়া বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জাকারিয়া চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল, পরিচালনা করেন সদস্য-সচিব শিব্বীর আহমেদ।
নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা ও ফোবানার আউটস্ট্যান্ডিং মেম্বার সাদেক এম খান, চিফ প্যাট্রন কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনর পারভিন পাটোয়ারী এবং মোহাম্মদ মিয়া, জয়েন সেক্রেটারি মনির হোসেন, কো-কনভেনর জুয়েল বড়ুয়া, সিনিয়র কো-অর্ডিনেটর আরশাদ আলী বিজয়, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক, প্রচার কমিটির কো-চেয়ারম্যান আকাশ রইস, রিসিপশন কমিটির চেয়ারপার্সন জেবা বানু ও মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন মাসুমা আকতার।