লন্ডনে হাইকমিশনের পেজে বাংলাদেশের বদলে ভারতের পতাকা !
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৩৮,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১০৭৭১ বার পঠিত
- মুনজের অাহমদ চৌধুরী ।।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে বাংলাদেশের পতাকার স্থানে ইন্ডিয়ার পতাকা। লজ্জা, বড়ো লজ্জার। বিষয়টিকে নিছক ভূল বলে, ভূল করি কি করে ? দেশজুড়ে চেতনার বলিহারি ব্যাবসা। মহান মুক্তিযুদ্ধের চেতনা এখন সুবিধাবাদের প্রবঞ্চনার প্রণোদনা। অার মহান বিজয়ের এই মাসে বিলেতের বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে চরম নির্লজ্জতায় ঝুলে থাকে ভারতীয় পতাকা।
বাংলাদেশ রাষ্ট্রের,জনগনের হাজার হাজার কোটি টাকা ব্যায়ে চলে এ হাইকমিশন অার কর্তাদের অায়েশী-বিলাসী জীবন। ডিজিটাল বাংলাদেশের হাইকমিশনের ফেসবুক পেজের প্রোফাইলে যখন অারেকটি রাষ্ট্রের পতাকা শোভিত হয়, পেজজুড়ে শত অভিযোগেও সংশোধন হয়না বিষয়টির, তখন অাসলে বিষয়টি ভিন্নভাবে ভাবায়।
ছোটভাই ইমরানের বলার পর পেজটিতে ঢুকে দেখলাম, দীর্ঘদিন ধরেই পেজে ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশীরা অভিযোগ করলেও ফলাফল শুণ্য। অথচ হাইকমিশনের প্রেস এন্ড মিডিয়া নামে একটি উইং অাছে, অাছে লোকবল। এখন হয়তো অামার এ লেখার পর, হাইকমিশনের তরফে বলা হবে, পেইজটি হাইকমিশনের অফিসিয়াল নয়, ভেরিফাইড না,নয়তো তারা চালান না। কিন্তু বাংলাদেশের নামে এখানে কে এমন ধৃষ্টতাময় অপতৎপরতা চালায় সেটি দেখবার দায়িত্ব কার ?
https://web.facebook.com/pages/Bangladesh-High-Commission/160539993963048
পেইজটি নিজেদের না হলে দায়িত্ব নিয়ে হাইকমিশনেরই তো ফেসবুক কতৃপক্ষের কাছে পেইজটি বন্ধের ব্যাপারে রির্পোট করার কথা। সে দায়িত্ব নয়তো দায়িত্বহীনতার দায় তাদেরই। ইশ্বরও বোধকরি রীতিমত লজ্জিত হন দিবসে দিবসে অামাদের দেশপ্রেমের হরষে,প্রোফাইল পিক চেঞ্জে দেশপ্রেম জাহিরের হুজুগের বাহুল্যে। অার হাইকমিশনের পেজে উড্ডীণ ভীনদেশী পতাকা। কী বাহার দেশের প্রতি প্রেমময়তার।