কোন দেশে প্রবাসীর মাসে আয় কত?
প্রকাশিত হয়েছে : ১:১৬:৫৪,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৯৭৪৪ বার পঠিত
- প্রবাসের নিউজ ডেস্ক
সুইজারল্যান্ডে একজন প্রবাসীর বার্ষিক গড় বেতন ১ লাখ ৮৮ হাজার ২৭৫ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। এ হিসেবে মাসে আয় ১২ লাখ টাকার ওপরে। এ আয় বৈশ্বিকভাবে প্রায় দ্বিগুণ। একজন প্রবাসীর বৈশ্বিক গড় আয় ৯৭ হাজার ৪১৯ মার্কিন ডলার।
এইচএসবিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসীদের ক্যারিয়ার গড়ার জন্য দেশটি দ্বিতীয়বারের মতো শীর্ষ স্থান ধরে আছে। দেশটিতে কাজের পরিবেশও প্রবাসীদের অনুকূলে।
জার্মানি
ইউরোপের দেশ জার্মানিতে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় ৯৭ হাজার ৬৯৩ মার্কিন ডলার। এইচএসবিসির তথ্য অনুযায়ী, চাকরিতে নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রবাসীদের জন্য দেশটি ২০১৬ সালে সেরা গন্তব্যস্থলে পরিণত হয়েছে। ৭০ শতাংশ প্রবাসী জানিয়েছে চাকরির নিরাপত্তায় তাদের নিজ দেশের চেয়ে জার্মানি ভালো অবস্থানে।
সুইডেন
সুইডেনে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় ৮৪ হাজার ৮০২ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ লাখ ৮৭ হাজার টাকা। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ প্রবাসী জানিয়েছে, দেশটিতে কাজের পরিবেশ ভালো।
সংযুক্ত আরব আমিরাত
নরওয়ে
সমাপ্ত বছরে প্রবাসীদের জন্য নরওয়ে একটি ভালো অবস্থানে ওঠে এসেছে। দেশটিতে একজন প্রবাসীর বার্ষিক গড় আয় ৯৭ হাজার ৪৮৬ মার্কিন ডলার। ৮৭ ভাগ প্রবাসী জানিয়েছে ২০১৬ সালে নরওয়ে প্রবাসীদের জন্য সাড়া জাগানো সফলতা দেখিয়েছে।
সিঙ্গাপুর
অস্ট্রিয়া
এখানে প্রবাসীদের বার্ষিক গড় বেতন ৮৫ হাজার ২৮৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৭ লাখ টাকা। এইচএসবিসির র্যাংকিংয়ে দেশটি এই প্রথম শীর্ষ ১০- এ ঢুকেছে।
হংকং
ব্রিটেন
ব্রিটেনে একজন প্রবাসীর বার্ষিক গড় বেতন ৮৩ হাজার ২২৭ মার্কিন ডলার (ব্রেক্সিট ভোটের আগের তথ্য)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা। তবে বর্তমানে এই তথ্যের সঙ্গে কিছুটা অসামঞ্জস্যতা রয়েছে বলে জানিয়েছে এইচএসবিসি। ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্রিটেন প্রবাসীদের উপার্জনের জন্য যাই হোক না কেন- দেশটি তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রথম দেশটি সেরা ১০ দেশের তালিকায় ঢুকেছে।
বাহরাইন
এখানে প্রবাসীদের বার্ষিক গড় বেতন ৯৮ হাজার ৬২২ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৮ লাখ টাকা। তবে এর বাইরে অন্যান্য সুযোগের মধ্যে প্রবাসীরা তাদের নিজ দেশে ভ্রমণের সুযোগ পেয়ে থাকে।