মৃত্যুর সাথে পাঞ্জা লড়াইরত প্রবাসী পুত্র আনাসের জন্য দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ১০:১২:০২,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৭ | সংবাদটি ৭৬১৭ বার পঠিত
-
ইউ এ ই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের শিল্পনগরী মোসাফফাহ’র ডায়মন্ড সিটি রেসটু্রেন্ট ও ট্রান্স এশিয়া কার্গো”র স্বত্বাধিকারী,বিশিষ্ট সংগঠক,বাংলাদেশী কার্গো ওনার্স এসোসিয়েশান অব ইউ এ ই’র আবুধাবি শাখার সাধারণ সম্পাদক নুরুল আবছার এর জৈষ্ঠ্য পুত্র আফতাহি সিদ্দিকী আনাস (১৫) গতকাল ১৮ এপ্রিল রাতে মোসাফফাহ সাবিয়ায় রাস্তা পারাপারের সময় আরব ভাষাভাষী চালিত গাড়ীর ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়। সড়ক দুর্ঘটনায় আহত হবার পর তাকে আবুধাবির বিশেষায়িত মাফরাক হাসপাতালের আই সি ইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার মাথায় ৭ ঘন্টা ব্যাপী বেশ ক’টি জটিল অস্ত্রপচার করা হয়েছে এবং এ রিপোর্ট লেখা অবধি তার জ্ঞান ফেরেনি।
আনাস আবুধাবী মেরী ল্যান্ড স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামের সুলতান আহমদ হাজীর দৌহিত্র। চিকিৎসকরা তার অবস্থা এখনো শংকামুক্ত নয় বলে জানিয়েছেন। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী আরব ও তার গাড়ী আটক করেছে।
আনাস এর পরিবারের পক্ষ থেকে তার জন্য সকল প্রবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।