আমিরাত প্রবাসি নাসির এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৪৮,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৭ | সংবাদটি ৬৬৮৯ বার পঠিত
-
লুৎফুর রহমান
এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২তম সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ মাহতাবুর রহমান চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল অব দুবাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও বিয়ানীবাজার ক্যানসার হাসপাতালের ট্রাস্টি।
মাহতাবুর রহমান নাসির আরব আমিরাতের বাংলাদেশী কমিউনিটির অন্যতম প্রাণপুরুষ। তাঁর জন্ম সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। সিলেট শহরের স্থায়ী ঠিকানা কাজী ভবন, পূরবী আবাসিক এলাকা, বাড়ি #৯, রোড #৩, পোঃ ইসলামপুর, শাহপরান, সিলেট। জন্ম তারিখ ০৭ মার্চ,১৯৫৮ ইং। শিক্ষাগত যোগ্যতা বি.এ (এপিয়ার্ড)। তিনি প্রথম আমিরাতে আসেন ১৯৮১ সালে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ র্যামিটেন্সে অবদান রাখায় একাধিকবার সিআইপি মর্যাদায় ভূষিত হয়েছেন তিনি।
-
এদিকে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পদে পুননির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দিত করেছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাত শাখা, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা, ইউ,এ.ই. বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এবং সংহতি সাহিত্য সংস্কৃতি পরিষদ আরব আমিরাত শাখা।
পৃথক বার্তায় তারা নাসিরকে অভিনন্দিত করেছেন।