মালয়েশিয়া মাতাতে আসছেন বাংলাদেশী শিল্পীরা
প্রকাশিত হয়েছে : ৪:৩১:৫২,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৭ | সংবাদটি ৬০৬৭ বার পঠিত
-
শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়াঃ
মালয়েশিয়া মাতাতে আসছেন বাংলাদেশী শিল্পীরা। এ উপলক্ষে আগামি ২৩ ডিসেম্বরে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি নাইট’।
পেট্রোনাস টুইন টাওয়ারের সংলগ্ন উইজমা এমসিএ’র হলরুমে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুরের রসনা বিলাস রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান চলচিত্র পরিচালক ও আয়োজক অনন্য মামুন।
তিনি জানান, দশ লক্ষাধিক বাংলাদেশীর বসবাস এই মালয়েশিয়ায়। এই সকল প্রবাসীদের সুস্থ বিনোদনের সুযোগ দিতে এটা আমাদের প্রথম আয়োজন। পরবর্তীতে আমরা নিয়মিত বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব মালয়েশিয়ায়।
মামুন আরও জানান, চলচিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় বড় আয়োজনে দর্শক মাতাবেন জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট, কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, মনির খান, আয়েশা মৌসুমী, চ্যানেল আই সেরা কণ্ঠ ইউছুফ আহমদ খান, ইমন, স্পর্শিয়া, কবির তিথি ও এইচ এম রানা।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী কবির তিথি, ইভেন্ট ম্যানেজার সম্পদ হুসাইন, কো অর্ডিনেটর শাহিনুর আলম ও সেমরান হায়দার প্রমুখ।