বাংলাদেশের ব্যবসায়ীরা আরব আমিরাতে নিজ দেশের মান উচু করছে
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:৩৯,অপরাহ্ন ১১ জুন ২০১৮ | সংবাদটি ৫১৮৪ বার পঠিত
-
লুৎফুর রহমান
বাংলাদেশের ব্যবসায়ীরা আরব আমিরাতে নিজ দেশের মান উচু করতে কাজ করে যাচ্ছে। দুবাইয়ে অনুষ্ঠিত এক্সপো ২০২০ সপল করতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই কাজ করে যাচ্ছে।
আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের ইফতার মাহফিলে এসব বলেছেন বক্তারা।
রোববার আরব আমিরাতের দুবাইয়ের একটি অভিজাত হোটেলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসির।
সাইফুদ্দিন আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, কমার্শিয়াল কনসুলার ড. রফিক আহাম্মদ, আজমান চেম্বার অব কমার্সের সভাপতি শেখ সুলতান হুমাইদী ও দুবাই পুলিশের সিআইডি কর্মকর্তা শেখ সালেহ আহাম্মদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইয়ূব আলী বাবুল, নূর মোহাম্মদ, আলহাজ্ব আব্দুল করিম, রাজা মল্লিক, মাহবুব হক মানিকও, জাকির হোসাইন সহ আরো অনেকে।
বাংলাদেশ বিজেনেস কাউন্সিল দুবাই ২০১১ সালে যাত্রা শুরু করে। দুবাই সরকার কর্তৃক একমাত্র বাংলাদেশী ব্যবসায়ী এ সংগঠন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।