আমিরাত প্রবাসী আবুল বাশারের ছেলের এমবিবিএস ডিগ্রী লাভ
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:১১,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৮ | সংবাদটি ১৭২২ বার পঠিত
-
লুৎফুর রহমান
বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ আবুল বাশারের ছেলে তারিক মাহমুদ গাল্ফ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেছেন। তিনি বর্তমানে ইন্টার্নি হিসেবে আরব আমিরাতের দিব্বার খোর ফাক্কান মেডিকেলে কর্মরত আছেন।
তারিক মাহমুদ বাবা মোহাম্মদ আবুল বাশার ও মা রোকেয়া বেগমের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে ৩য় সন্তান । বাশার-রোকেয়া দম্পতির বড়ছেলে প্রকৌশলী, মেঝো ছেলে বিবিএ শেষ করে এমবিএ’র জন্য উন্নত দেশে যাবার প্রস্তুতি নিচ্ছেন। দুই মেয়েও পড়াশোনার মেধার স্বাক্ষর রেখে চলেছেন।
মোহাম্মদ আবুল বাশারের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির সজ্জন ব্যক্তি হিশেবে সমাদৃত। এদিকে তারিকের সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমেছে অভিনন্দনের ফুলেল শুভেচ্ছা।
যারা তারিকের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আবুল বাশার।
আগামি পথচলায়ও তিনি সকলের দোয়া আর পাশে থাকার আহবান জানিয়েছেন।