রাস আল খাইমাহ স্কুলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন তাজ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১:০৭:২৪,অপরাহ্ন ২২ জুন ২০১৯ | সংবাদটি ১০১৪ বার পঠিত
-
লুৎফুর রহমান, নির্বাহি সম্পাদক
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন পরিচালনা পর্ষদের সাবেক সহ সভাপতি তাজ উদ্দিন।
২০ জুন বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল ও কলেজ পরিচালনায় তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
এর আগে তিনি বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল ও কলেজের সাধারণ সম্পাদক ও সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল ও কলেজ নানাবিদ সমস্যার মুখোমুখি হলে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান দায়িত্ব প্রাপ্তের পর এ প্রতিষ্ঠানকে বাঁচাতে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছেন।
আগামি মার্চে জাতির পিতার জন্মশতর্ষের মাহেন্দ্রক্ষণে এ প্রতিষ্ঠান নতুন রূপে যাত্রা শুরু করবে। সরকারি অনুদানে বঙ্গবন্ধুর নামেই পরিচয় পাবে এ স্কুল। এ জন্য কমিউনিটির সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।