আমিরাত প্রবাসীদের হতাশায় ডুবালেন সুপারষ্টার শাকিব খান
প্রকাশিত হয়েছে : ৩:৪৫:৫৩,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১২৪৫ বার পঠিত
প্রবাসের নিউজ ডেক্স
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে চলছে টি-টেন ক্রিকেট লীগ। গত বৃহস্পতিবার ছিল টি-টেন ক্রিকেট লীগের উদ্ভোধনী কনসার্ট। আমিরাতের রাজধানী আবুধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্টানে পারফর্ম করতে বাংলাদেশ থেকে শাকিব খান, দক্ষিণী ভারতীয় মেগাস্টার মামোত্তি, পাকিস্তানের আসলাম, ভারতের পার্বতী নয়ার, দক্ষিণ ভারতীয় রাকুল প্রীত সিং হাজির হয়েছিলেন। তারা শুধু হাজির নন মনোমুগ্ধকার পারফর্মও করে উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে তুলেন।
উদ্ভোধনী অনুষ্টাতে প্রত্যেক টিমের পরিচিতি পর্বের শেষেই প্রথমেই মঞ্চ মাতাতে আসেন শাকিব খান। মাঠে মটরবাইক চালিয়ে ধামাকাদার ভাবেই মঞ্চে আসেন শাকিব খান। মঞ্চে উঠার পর সেখানে উপস্থিত বাংলাদেশি প্রবাসী দর্শকরা হাততালি দিয়ে তাকে বরণ করে নেন এবং শাকিব খান বলেই চিল্লাতে থাকেন। বাংলাদেশের সুপারষ্টারের গানের সাথে নাচের পারফর্মেন্স দেখে তারা কিছুক্ষণ পর পর শাকিব খানের নাম ধরে চিৎকার করেছেন।
স্থানীয় সময় রাত ৯টা নাগাদ বা বাংলাদেশ সময় রাত ১১ টা নাগাদ মঞ্চে ওঠেন শাকিব। তার অভিনীত বাংলা ছবির মধ্যে থেকে ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন। এরপর জনপ্রিয় সোয়াগ দে, পাগল মন, বেবি জান জান গানগুলো পারফর্ম করে মাতিয়ে তোলেন স্টেডিয়ামের হাজারও দর্শকদের। উপস্থিত বাংলাদেশী দর্শকরা তার পারফর্মেন্সে মুগ্ধ হয়ে শাকিব খান বলে চিৎকার আনন্দে মেতে ওঠেন।
কিন্তু সেই আনন্দে মিনিটের জন্যই স্থায়ী হয়েছিল। পারফর্ম শেষে উপস্থাপক যখন শাকিব খানকে কথা বলার জন্য মাইক বাড়িয়ে দিলেন তিনি হিন্দিতে কথা বলতে শুরু করলেন। ভারতীয় জনপ্রিয় উপস্থাপক হুসাইন ডান দিয়ে দেখিয়ে হিন্দিতে বললেন, আপনার অনেক বাংলাদেশী ভক্তারা এসেছেন তাদের উদ্দেশ্যে কিছু ডায়লগ বলুন। তখন শাকিব খান বলতে শুরু করলেন,
মেরা এক ফেবারিট ডায়লগ হে, য মেরা গানা মে বি তা, এ ডায়লগ মুজে উপর উঠনামে তুরা পাঞ্চ (সাহায্য) মারা, ও তা
লাইফ ইজ ওয়ান – গড ইজ ওয়ান – নাম্বার ওয়ান – শাকিব খান। এছাড়া তিনি আরেকটা ডায়লগ বলেন, সেটা হল “সব খেল খতম”
এছাড়া উপস্থাপকের সকল উত্তর হিন্দিতে দেন যা উপস্থিত বাংলাদেশী দর্শক ও সাংবাদিকদের হতাশায় ডুবিয়ে দেয়।
উপস্থিত বাংলাদেশী দর্শকরা ক্ষোভ জানিয়ে বলেন, অনুষ্টানে সবাই নিজের দেশের ভাষায় কথাব বলেছেন কিন্তু শাকিব খান বাংলাদেশের হয়েও একটি বাক্য বাংলা বললেন না। বাংলাদেশে জন্ম গ্রহন করে এবং দেশের মানুষের ভালবাসায় আজ তিনি শাকিব খান। এখানে যদি বাংলাদেশী প্রবাসীরা না থাকতেন তাহলে তিনি আজ আবুধাবীতে আসতেন না। যেই বাংলাদেশী প্রবাসীদের মাননীয় প্রধানমন্ত্রী সোনার ছেলে হিসেবে আখ্যা দিয়েছেন সেই সোনার ছেলেদের সামনে বাংলায় কথা বলতে শাকিব খান লজ্জা বোধ করেন। তাই তিনি হিন্দিতে কথা বলেছেন। আসলে তিনি ভুলে গেছেন বাংলাদেশ তার দেশ, আর বাংলাদেশেই তার জন্ম।