মালেশিয়াতে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৪৬,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৯২৭ বার পঠিত
মাসুদ আহমদ, মালেশিয়া থেকে
দেশ বিদেশে সিলেটের বিয়ানীবাজারবাসির সুনাম আছে। বিয়ানীবাজারবাসী ঐক্যতার বলে মানুষের কল্যাণে কাজ করে যান। মালেশিয়ায় বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের মতবিনিময় সভায় এ কথা বলেছেন ৫২ বাংলা টিভির বার্তা সম্পাদক ও প্রবাসের নিউজের নির্বাহি সম্পাদক লুৎফুর রহমান।
শনিবার মালেশিয়ার কুয়ালামপুরের একটি রেস্তোরায় আয়জিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফুর রহমান। সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক জেড এ কাজল খান, একাত্তর টিভি আমিরাত ফটো জার্নালিস্ট জাবেদ আহমদ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট মালেশিয়ার প্রতিষ্ঠাতা সাদেক হোসেন তাপাদার ও দুবাইয়ের ব্যবসায়ি মাসুদ আহমদ।
এ সময় আরো বক্তব্য রাখেন জামিল হোসেন, তানিম আহমদ, আব্দুল করিম মনির হোসেন, শিব্বির আহমদ, তারেক আহমদ সহ আরো অনেকে।
এ সময় ট্রাস্টের চ্যারিটি ফান্ডে সাংবাদিক লুৎফুর রহমান ১০ হাজার টাকা ও জেড এ কাজল খান ৫ হাজার টাকা অনুদানের আশ্বায়া প্রদান করেন।