আমিরাতে বসন্ত বরণ আহবায়ক কমিটির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ৯:২৭:০১,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬০৩ বার পঠিত
আমিনুল হক
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী সাংবাদিক, শিল্পী সমিতি ও কমিউনিটির সমন্বয়ে আগামী ১৩ই ফেব্রুয়ারি বসন্ত বরণ উৎসব আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার শারজাহের একটি রেস্তোরাঁয় আয়োজিত প্রস্তুতি সভায় বসন্ত বরণ উৎসব আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক শিবলী আল সাদিকের পরিচালনায় সভাপতিত্ব করেন আহবায়ক ইয়াকুব সৈনিক।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কমিউনিটির সিনিয়র নেতা ও আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর, আইয়ুব আলী বাবুল, নূর মোহাম্মদ, ইসমাইল গনি চৌধুরী, সাইফুদ্দিন আহমদ, মাজহারউল্লাহ মিয়া, সমন্বয়ক হাজী শফিকুল ইসলাম, কমিউনিটি নেতা আবুল কাশেম, মীর আহমেদ, সাইদা দিবা, প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, পারভেজ আলম প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস এ টিভির প্রতিনিধি সিরাজুল হক, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, ৭১ টিভির প্রতিনিধি লুৎফুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিক ববি, প্রবাস মেলার প্রতিনিধি মহিউল করিম আশিক, সি প্লাস টিভির প্রতিনিধি ইশতিয়াক আসিফ, এস এ টিভির প্রতিনিধি এস এম সোহেল, ৭১ টিভি আমিরাতে সিনিয়র ক্যামেরাপার্সন জাবেদ আহমদ, ৫২ বাংলা টিভির আমিরাত প্রতিনিধি ও ৭১ টিভির ক্যামেরাপার্সন আমিনুল হক, আর টিভির ক্যামেরাপার্সন খালেদ হোসেন রনি এবং আলোকিত সকালের আমিরাত প্রতিনিধি সানজিদা ইসলাম।
এছাড়া বাংলাদেশ শিল্পী সমিতি ইউএইর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মাসুম পারভেজ জাবেদ ও সহ সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাবেদ।
বক্তারা বলেন, একটি সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে আমরা বসন্তকে বরণ করার পাশাপাশি বাঙালির চিরায়িত ঐতিহ্যকে লালন করতে চাই। শিল্পী, সাংবাদিক, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটি সমন্বয়ে এই প্রথম একটি অনুষ্ঠান হচ্ছে আর এটা সমগ্র বাঙালি জাতির অনুষ্ঠান। সকল ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে এই বসন্ত উৎসবে সকল প্রবাসীরা হাজির হয়ে জাতীয় ঐতিহ্য লালনে বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ রইল।