বাংলাদেশ কমিউনিটি দুবাই ফুটবল টিমের শেষ প্রস্তুতি সম্পূর্ণ
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:২০,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৮৯৯ বার পঠিত
প্রবাসের নিউজ ডেক্সঃ
জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ কমিউনিটি আমিরাত আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ইউএই ২০২০ এর প্রথম রাউন্ডের শেষ তিন ম্যাচ আগামীকাল শুক্রবার অনুষ্টিত হবে।
গতকাল বুধবার শেষ বারের মত বাংলাদেশ কমিউনিটি দুবাই ফুটবল টিম দুবাই আল বুস্তান ফুটবল গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ আয়োজন করে নিজেদেরকে শেষ বারের মত প্রস্তুত করে নিল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি দুবাই ফুটবল টিমের কোচ হাবিবুর রহমান হাবিব, সহকারী কোচ মাজহারুল্লাহ মিয়া, টিম ম্যানেজার হাজী শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, আব্দুল আউয়াল সহ আরো অনেকে।
এসময় বাংলাদেশ কমিউনিটি দুবাই ফুটবল টিম ম্যানেজমেন্ট এর পক্ষে কোচ হাবিবুর রহমান বলেন, আমিরাতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষকে স্মরণীয় করে রাখতেই বাংলাদেশ কন্সুল্যেটের কন্স্যাল জেনারেল ইকবাল হোসেন খানের একান্ত প্রচেষ্টায় এবং বাংলাদেশ কমিউনিটি আমিরাতের সার্বিক সহযোগিতায় এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। বিশ্বের বুকে দুবাই খুবই পরিচিত এবং আমরা বাংলাদেশ কমিউনিটি দুবাই ফুটবল টিম সর্বাত্মক চেষ্টা করব আগামীকাল সবাইকে বিজয় উপহার দিতে।
আগামীকাল শুক্রবার ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন আল মাকতুম ফুটবল ষ্টেডিয়াম দুবাইয়ে প্রবাসী বাংলাদেশীদের পরিবার সহ উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।
উল্লেখ্য বাংলাদেশ কমিউনিটি শারজাহ বনাম বাংলাদেশ কমিউনিটি রোলা এর খেলা শুরু হবে সন্ধ্যা ৭.০০ মিনিটে এবং বাংলাদেশ কমিউনিটি দুবাই ফুটবল টিম বনাম বাংলাদেশ কমিউনিটি আবির ফুটবল টিমের খেলা শুরু হবে রাত ৯.০০ মিনিটে।