মহানবী (সাঃ) এর আদর্শ ও আউলিয়া কেরামের অনুসরনে প্রকৃত ইসলাম আল আইনে জিকেরে মোস্তফা মাহফিল ও সংবর্ধনা সভায় বক্তারা
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:৪০,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৮৭৬ বার পঠিত
-
এম আবদুল মান্নান
সংযুক্ত আরব আমিরাতের আনজুমানে খোদ্দামুল মুসলেমীন আল আইন প্রাদেশিক শাখার উদ্যোগে ইসলামের ১ম খলীফা খলীফাতুল রাসুল (দঃ) হযরত আবু বকর সিদ্দিক( রাঃ) এর স্বরনে জিকিরে মোস্তাফা (দঃ) মাহফিল ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার(২১ ফেব্রুয়ারী) গ্রীণ সিটি আল আইনের সুপার রেস্টুরেন্ট হলরুমে সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম ও সাংগঠনিক সমপাদক মোহাম্মদ ইব্রাহিম বাবর। এতে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় নাত খাঁ শায়েরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ এমদাদুল ইসলাম আলকাদেরী।
বিশেষ অতিথি ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওসমান তালুকদার, মোহাম্মদ আবদুর জব্বার, জসিম উদ্দিন চৌধুরী, মাওলানা নুরুল আমিন, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারন সমপাদক মোহাম্মদ মামুনুর রশীদ,মোহাম্মদ মাসুদ পারভেজ,শহীদুল আলমসহ অারো অনেকে।কোরআন তেলাওয়াত করেন হামিদুল হক সিকদার নাতে রাসুল মাওলানা ওমর ফারুক জাতীয় সংগীত জয়নাল আবেদীন কাদেরী, সেনা সংগিত মোং আবু মোহাম্মদ আবু তালেব কাদেরী ও আলা উদদীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (দঃ) এর পর ইসলামের সঠিক রূপরেখা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ), হযরত উমর (রাঃ), হযরত ওসমান (রাঃ), হযরত আলী (রা) , সাহাবায়ে কেরামের জীবনার্দশই উজ্জ্বল দৃষ্টান্ত। সিদ্দিকে আকবরসহ তাঁদের সকলের ঈমান ছিল নবী প্রেম।তাই যারা রাসুল (সাঃ) এর প্রতি প্রেম ভালবাসা রাখেন তারাই ঈমানদার, তারাই আল্লাহর বন্ধু। তাই ঈমান, আকীদা ঠিক রাখতে আর বিশ্বের অশান্ত সমাজকে শান্ত করতে রাসুল (সাঃ) জীবানার্দশ ও তার বন্ধু তথা আউলিয়া কেরামদের পদাংক অনুসরণ অনুকরণের কোন বিকল্প নেই। পরে সংবর্ধিত অতিথি আমার সোনার মদীনা, মন কাঁদে একবার যেতে সোনার মদীনায়ে, আমি মদীনা যাবো, মেরা নবী মেরা নবী, আমার কিছু ভাল লাগে না.. সহ নানা জনপ্রিয় নাত পরিবেশন করে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। মিলাদ কিয়াম শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি, প্রবাসী ও মুসলিম উম্মার কল্যাণে দোয়া করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন কাদেরী।