কুয়েতে লকডাউন এলাকায় যুবলীগের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:২০:০১,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৮৪০ বার পঠিত
- সাদেক রিপন, কুয়েত
পুরো বিশ্বে মহামারী করোনা ভাইরাসের অসংখ্য প্রবাসী কর্মহীন হয়ে বেকাদায় পড়েছে নানা ভাবে কষ্টে দিন যাপন করছেন। কুয়েতের মাহবুল্লাহ ও জিলিব আল সুয়েক এলাকার প্রবাসীরা খাদ্য ও অর্থ সংকটে পড়েছে সবচেয়ে বেশি। । বুধবার ২২ এপ্রিল ফাহাহিল মহানগর যুবলীগ মাহবুল্লাহ লকডাউন এলাকর প্রবাসীদের চাহিদার তুলনায় কম থাকায় সংগঠনের সদস্যরা দূতাবাস থেকে প্রাপ্ত সাথে নিজেরা টাকা দিয়ে আরো খাদ্য ও প্রয়োজনীয় পণ্য কিনে স্থানীয় পুলিশের সহযোগিতায় পৌঁছে দেন সেসকল অসহায় প্রবাসীদের মাঝে। এসময় আরো সহযোগিতা করেন ফাহাহিল মহানগর যুবলীগের সভাপতি শাহাদৎ হোসেন বিক্রমপুরী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সহ সভাপতি আরিফুল ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ। ফাহাহিল মহানগর যুবলীগের সভাপতি শাহাদৎ হোসেন বিক্রমপুরী বলেন, কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাস হতে প্রাপ্ত ত্রাণ লকডাউন এলাকায় চাহিদার তুলনায় খুব অল্প তাদের যে কষ্ট দুঃখ অভাবের কথা শুনে আমারা আমাদের সংগঠনের সবাই মিলে টাকা তুলে অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে স্থানীয় পুলিশের সহযোগিতায় ত্রাণ পৌঁছিয়ে দিই সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার তাদের শুনতে পাই সেখানে প্রবাসীদের কষ্টে কাটানো দিন গুলোর বর্ণনা।আমি অনুরোধ করবো কুয়েতে যে সকল বিত্তবান ও ব্যবসায়ী, ও সংগঠনের নেতারা আছেন তারা মাহবুল্লাহ ও জিলিব আল সুয়েখ এই মুহুর্তে অসহায় প্রবাসীদের পাশে দাড়ানো জন্য।