অসহায়কে খাদ্য পৌঁছে দিচ্ছে সেভ সিলেট টিম
প্রকাশিত হয়েছে : ৩:৪২:১০,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৯৮৭ বার পঠিত
বিশেষ প্রতিবেদন
বিশ্বে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় মানুষ আজ ঘরবন্দি। বৃহত্তর সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন। লকডাউন থাকায় অনেকে অসহায় ও হত-দরিদ্র পরিবারগুলো খাদ্য সমস্যা ভুগছেন। এমতাবস্থায় সিলেট বিভাগের অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে “সেভ সিলেট” টিম। সেভ সিলেটের ফেসবুক পেইজে হত-দরিদ্রের বিস্তারিত দিয়ে মেসেজ শেয়ার করলেই তারা খাদ্য পৌছে দিচ্ছেন। এমনি একটি বাস্তব ঘটনার সাক্ষী হলেন প্রবাসী আমিনুল হক।
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাও গ্রামের ৪ টি অসহায় পরিবারকে সাহায্য করার আবেদন জানিয়ে রবিবার রাত ৩টার দিকে ‘সেভ সিলেট’ টিমের ফেসবুকে মেসেজ দিয়েছিলেন প্রবাসী আমিনুল হক। সেভ সিলেট টিম তখনই বিস্তারিত জেনে স্থানীয় ব্যবসায়ী ” মতিউল ইসলাম দুলু” এর বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেয়।
সোমবার ব্যবসায়ী দুলু মিয়া ওই ৪টি পরিবারের কাছে খাদ্যের প্যাকেট হস্তান্তর করেন। খাদ্যের প্যাকেটে “৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, আধা কেজি লবন ও আধা কেজি ডাল ছিল।
এ বিষয়ে ব্যবসায়ী দুলু মিয়া বলেন, রোববার রাত্রে সাড়ে ৩টা নাগাদ সেহরী খাওয়ার সময় আমার বিকাশে ২০০০ টাকা আসে। টাকা আসার পরেই আবুধাবী প্রবাসী ছোট ভাই আমিনুল হকের ফোন পাই এবং জানতে পারি ৪টি অসহায় পরিবারকে খাদ্য-সামগ্রী দেওয়ার জন্য বিকাশে টাকা পাঠানো হয়েছে। সোমবার সকালে সেভ সিলেট টিমের লিষ্ট অনুসারে আমি অসহায় ওই ৪টি পরিবারকে এনে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। এই দুঃসময়ে খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবার গুলো খুব খুশি হয়েছেন৷ মানবিক কাজে এগিয়ে আসার জন্য সেভ সিলেট টিমকে ধন্যবাদ জানাই।
খাদ্য সামগ্রী অসহায় পরিবারগুলোকে প্রদান করার পর প্রবাসী আমিনুল হক সবাইকে ফোন দিয়ে শিওর হন এবং সেভ সিলেট টিমের জন্য দোয়া করতে বলেন। আগামীতে সেভ সিলেট টিম যেন সিলেটে বিভাগের প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়াতে পারে। সামাজিক সংগঠন সেভ সিলেট টিমের এমন মানবিকতা দেখে প্রবাসী আমিনুল হক তাদেরকে ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দেন আগামীতে সেভ সিলেট টিমের সাথে থাকবেন।