হাজী শফিক: মানবিক ফেরিঅলা
প্রকাশিত হয়েছে : ২:৪৭:৪৪,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ১৪৮৯ বার পঠিত
-
জাহাঙ্গীর আলম
মানবতার ফেরিওয়ালা আমরা শুধু যে কোনো কাউকে বলে ফেলি বাস্তবতার মানবতার ফেরিওয়ালা হচ্ছেন আমাদের সকলের প্রিয় সহজসরল ও সাদা মনের মানুষ কমিউনিটি নেতা দুবাই আওয়ামীলীগ এর বার বার নিবাচিত সভাপতি হাজী শফিকুল ইসলাম
বর্তমান করোনা মহামারি ভাইরাস এর কারনে সংযুক্ত আরব আমিরাতে গৃহ বন্দি হত দরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন বিত্তবানদের কাছ থেকে সাহয্য এনে সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সময়ের হত দরিদ্র মানুষের ধারে ধারে গিয়ে খাদ্য-সামগ্রী বিতরণ করে যাচ্ছেন তিনি।
বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকেই সংযুক্ত আরব আমিরাতে যখন নিজেদের নিয়ে নিজেরা ব্যস্ত ঠিক সেই সময়ে নিজের ও ফ্যমেলির কথা চিনতা না করে হত দরিদ্র মানুষের জন্য এগিয়ে এসেছেন হাজী শফিকুল ইসলাম ভাই ইনশাআল্লাহ মহামারী করোনা ভাইরাস আললাহর হুকুমে আমাদের কাছ থেকে চলে যাবে কিনতু হাজী শফিকুল ইসলাম ভাইয়ের মতন উদার মনের মানুষ আমাদের অন্তরের মধ্যে বিরল হয়ে থাকবেন
আমি ও আমাদের সকলের অন্তরের অন্তস্তল থেকে এই মহান উদার মনের মানুষটির জন্য দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে সুস্থ রাখেন এভাবে যেন প্রবাস তথা বাংলাদেশের মানুষের মানব কল্যান এর একজন ফেরিওয়ালা
হয়ে আজীবন আমাদের পাশে থাকেন