এমন সময় দক্ষিণ আফ্রিকার হতদরিদ্র স্থানীয়দের মাঝে ত্রাণ সহযোগীতা নিয়ে এগিয়ে এসেছেন দেশটির বাংলাদেশি ব্যবসায়ীরা। অসহায়দের মাঝে খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা।
গত কয়েকদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, কেপটাউন, ডারবানসহ ছোটবড় শহর ও গ্রামগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ব্যক্তিগত ও প্রবাসীদের সংগঠনগুলোর উদ্দ্যোগে।
লকডাউন চলা অবস্থা দেশেটিতে বিভিন্ন এলাকায় আরও ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি ব্যবসায়ীরা।