নিস্তব্ধ রাত
প্রকাশিত হয়েছে : ১:৪৪:৪১,অপরাহ্ন ৩১ মে ২০২০ | সংবাদটি ৭৪৪ বার পঠিত
আশিষ বৈদ্য
এক
একটা
নিস্তব্ধ রাত!
নেই কোলাহল,পুলিশী টহল,
নেই পাশের নাইট বারে মানুষের ঢল।
রাস্তার পাশের জীর্ণ গাছগুলো ও বোবা,
নীলাভ আকাশে বৃষ্টি নেই,নেই মেঘের থাবা।
বিষণ্ণ নাগরিক চিন্তাগ্রস্ত,ব্যথিত,সম্পূর্ণ আতঙ্কিত!!
বলি রেখার কপাল ঘামহীন,চোখ ঘুমহীন, মন উদাসীন
রাত পোহাতে আর কতক্ষণ,শুনতে হবে,নিয়েছে বিদায়
কত জনের আপন,কত প্রিয়জন,শত শত লাশের ওজন
চার দেয়ালে বন্দি আমি,বলি ঈশ্বর আজ কোথায় তুমি?
নি:শ্বাসের বিষ,বাতাসে দিস,এ কেমন মরন খেলা?
দেয়ালেতে পিট ঠেকেছে, দিন মজুরের জ্বালা।
কাঁদছে মানুষ,দিচ্ছে যে দোষ,কি এ অভিশাপ,
বলছে আকাশ,সহ্য করো,পৃথিবীর এ উত্তাপ।
সময় হলেই হাসবে ধরণী,সংযত হয় নিজে,
হিংসা ঝেড়ে মানুষ ভজ,সৎ কর্ম কাজে।
প্রশ্ন মানুষ,কেন তুমি সৃষ্টির সেরা জীব?
মানবতায় বিশাল তুমি বুদ্ধিতে সজীব।
সামলে চলো সামনের পথ,
নিজে বানাও সৎতার রথ।
আপন শক্তি দিয়ে,
পৃথিবী বাঁচিয়ে,
গুছিয়ে,
সাজি
য়ে…….|
#দুইবিশের_মন্বন্তর “
Asish Baidya/Paris.
©️all copyrights reserved
29.03.2020.