আমিরাতে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মরণসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:০৫,অপরাহ্ন ২৩ আগস্ট ২০২০ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মরণে সভা করেছে যুবলীগ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি । এ সময় আলোচনা ও তাঁর বিদেহি আত্মার মাগফেরাত কমানায় দোয়া করা হয়।
আমিরাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেরিত এক বিবৃতীতে বলা হয়, আজিজুর রহমান বৃহত্তর সিলেট অঞ্চলে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও মৌলভীবাজার জেলার রাজনৈতিক অভিভাবক ছিলেন। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সব মহলে তিনি শ্রদ্ধার একজন মানুষ ছিলেন। তিনি একাধিকবার সাংসদ ছিলেন। ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পাকিস্তান সেনাবাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতিত এই গণপরিষদ সদস্য এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
দল মত নির্বিশেষে অবহেলিত মানুষের সেবায় তিনি ছিলেন এক অগ্রসৈনিক। তার মৃত্যুতে সিলেটবাসী তথা বাংলাদেশ রাজনীতিঅঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।
তার মৃত্যুতে আমিরাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে সংগঠনের সভাপতি রফিকুল হক, সাধারন সম্পাদক জনাব কামরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেলাল রনি সহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
ফুজেরা আওয়ামী যুবলীগ শাখার সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে প্রথমে বক্তব্য রাখেন রাস আল খাইয়া আওয়ামী যুবলীগ সভাপতি জয়নুল হক, আজমান আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক জনাব রোপন শর্মা, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল আহমদ, ফুজেরা আওয়ামী যুবলীগ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামরুল হোসেন পাপলু, সাংগঠনিক সম্পাদক জনাব সালেক মিয়া, প্রচার সম্পাদক জনাব গিয়াস সুলতান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব জুবেল আহমদ প্রমুখ সহ আরো অনেকে, পড়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয়,
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বিকেলে আজিজুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তাৎক্ষণিক বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ১৩ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার গভীর রাতে তিনি পরলোকগত হন।
নির্মোহ আজিজুর রহমান পারিবারিক জীবনে চিরকুমার ছিলেন। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। মৃত্যুকালে তিনি ভাই, ভাতিজা, ভাতিজিসহ
অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারবাসীর মধ্যে প্রিয়জন হারানোর শোকের ছায়া নেমে এসেছে।