দুর্গাপুজায় সনাতন ধর্মীয় নাগরিকদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি জুয়েল সাদতের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১০:২১:৫২,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০২০ | সংবাদটি ৫৭৩ বার পঠিত
ডেস্ক রিপোর্ট –
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মিয় উ্যসব দুর্গাপুজায় দেশ বিদেশের সকল সনাতন ধর্মের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বঙ্গবন্ধু গবেষনা সংসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাংবাদিক জুয়েল সাদত।
তিনি এক শুভেচ্ছা বার্তায়, করোনা কালিন সময়ে সরকারী সকল দিক নির্দেশনা মেনে সনাতন ধর্মীয় নাগরিকদের পুজা উদযাপন করায় ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, সরকার পুজা উযাপনের জন্য্ প্রতিবারের মতো সহযোগিতা করেছে। বাংলাদেশের সব ধর্মের নাগরিকদের ধর্ম পালনের নিশ্চয়তা রয়েছে।এবার করোনা কালিন সময়ে সরকারী স্বাস্থ্যবিধি মেনে পুজা উদযাপন করায় ধন্যবাদ জানান।
জুয়েল সাদত শুভেচ্ছাবার্তায় উল্লেখ করেন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় সনাতন ধর্মের নাগরিকরা গুরুর্তপুর্ন ভুমিকা রাখছেন। তাদের প্রধান উ্যসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছ।তিনি উল্লেখ করেন সকলের উচিত করোনা থেকে মুক্তি পেতে প্রার্থনা করা।এবার বেশী সংখ্যক মন্ডবে পুজা অনুষ্ঠিত হযেছে,যা সম্প্রীতিরবন্ধন রচনা করেছে। বিদেশেও সীমিত আকারে পুুজা উদযাপিত করেছেন সনাতন ধর্মের প্রবাসীরা। সকলকেই ব্যাক্তিগত ভাবে জুুয়েল সাদত শুভেচ্ছা জানিয়েছেন।