সাহিত্য সংস্কৃতি পরিষদ পর্তুগালের আত্মপ্রকাশ, শহিদুজ্জামান চৌধুরী আহবায়ক
প্রকাশিত হয়েছে : ২:১৪:২৪,অপরাহ্ন ২৮ মার্চ ২০২১ | সংবাদটি ৬৬০ বার পঠিত
ডেস্ক রিপোর্ট –
বিশ্বজুড়ে বাংলা সাহিত্য প্রচারের প্রত্যয়ে ইউরোপের দেশ পর্তুগালে মহান ২৬ শে মার্চ উপলক্ষে বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ পর্তুগালের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। সেইসাথে সংগঠন কর্তৃক ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে মার্চ রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় পর্তুগালের রাজধানী লিসবনের বাঙ্গালী কমিউনিটি অধ্যুষিত মার্তিম মনিজ পার্কের পার্শ্বে একটি বাসায় ঘরোয়া পরিবেশে এক অনারম্ভর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী আব্দুল লতিফ কয়েস এর সভাপতিত্বে এমদাদ হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পর্তুগাল অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক ও গবেষক এম শহিদুজ্জামান চৌধুরী, প্রাবন্ধিক ড. রেজাউল আবেদীন। বদরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আলী হোসেন, আমিনুল হাসান সিদ্দিকী, আমিরুল ইসলাম, রুহুল আলম, শওকত আনোয়ার হক প্রমুখ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ক্রমে বিশিষ্ট সাংবাদিক ও গবেষক এম শহিদুজ্জামান চৌধুরী কে সভাপতি, আমিরুল ইসলাম কে সাধারণ সম্পাদক, রুহুল আলম কে সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম সিদ্দিকী কে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহসভাপতি ড. রেজাউল আবেদীন, সহসভাপতি আব্দুল লতিফ কয়েস, শওকত আনোয়ার হক, ফরিদ আহমেদ, শেখ রুবেল আহমেদ জিসান, সহসাধারণ সম্পাদক বদরুল ইসলাম, আলী হোসেন, আহমেদ জালাল, সহসাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, আলামিন তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক সোহান আহমেদ ভুঁইয়া, নির্বাহী সদস্য ইকবাল আহমেদ, রাজু আহমেদ, জুয়েল আহমেদ, মায়ান ভুঁইয়া, আনহার আহমেদ চৌধুরী, যোবায়ের আহমদ। সংগঠনটির উপদেষ্টা গণ হলেন, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসাইন, সুমন আহমেদ, মহিউদ্দিন ফয়সাল প্রমুখ।