ওয়েষ্ট পাম বীচে কনসুলেট সার্ভিস ৪ ও ৫ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১২:০৬:২৮,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২১ | সংবাদটি ৪৫০ বার পঠিত
জুয়েল সাদাত –
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঊদ্যেগে আগামী ৩ রা এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তি উদযাপন ও অনারেবল এম্বাসেডর জনাব এম শহিদুল ইসলামের সম্মর্ধনা প্রদান অনুষ্ঠান, ডিনার পার্টি ও কালচারাল শো অনুষ্ঠিত হবে পাম বীচ এয়ারপোর্ট হিলটনে, ১৫০ অষ্ট্রেলিয়ান এভিনিউতে ৩ রা এপ্রিল সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব এম রহমান জহির কালচারাল পার্টি রাষ্ট্র্রদুতের সম্মানের অনুষ্ঠিত গালা পার্টিতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এ ছাড়াও একই ভেন্যুতে আগামী ৪ ও ৫ এপ্রিল ( রোববার ও সোমবার) কনসুলেট সার্ভিসের সুবিধা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।
কনসুলেট সুবিধার জন্য্ আগে এপয়েন্টমেন্ট করতে হবে। সাথে প্রয়োজনীয় সকল কাগজ, ফটো কপি,মনি অর্ডার,রিটার্ন মেল এর স্টাম্প, পাসপোট কপি ছবি সহ যা যা প্রয়োজন সঙ্গে নিয়ে আসার অনুরোধ করা যাচ্ছে। সব কাগজ সঠিক থাকলে দ্রুত সেবা প্রদান সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশনের এম রহমান জহির, মোহাম্মদ রানা। যে কোন প্রয়োজনে যোগাযোগ – রানা ৯৫৪ ৮৭৩ ১৪১১।