ওয়াশিংটন ফোবানা, স্কলারশীপের আবেদন আহবান
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:৪৫,অপরাহ্ন ১৯ আগস্ট ২০২১ | সংবাদটি ৩৩৬ বার পঠিত
জুয়েল সাদত
“আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি” উত্তর আমেরিকার প্রবাসীদের সবচেয়ে বড় বার্ষিক কনভেনশন ফোবানা করতে যাচ্ছে আগামী নভেম্বরের ২৬ থেকে ২৮। করোনা কালিন বন্ধাত্ব ঘুছিয়ে এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩৫ তম আসর । ৩৪ তম ডালাস ফেবানা করোনার লকডাউনে অনুষ্ঠিত হতে পারে নি। ছোট পরিসরে ভিজুউয়ালী অনুষ্টিত করা হয়েছিল ,যা কোন কার্যকর ভুমিকা রাখতে পারেনি। ।
আমেরিকায় করোনার সেই ভয়াবহতা কাটতে শুরু করেছে, সব কিছু স্বাভাবিক হতে যাচ্ছে। ৩৫ তম ফোবানা নিয়ে পুরো আমেরিকা জুড়ে উচ্চাস আকাঙ্খা বিরাজ করছে। ওয়াশিংটনে ফোবানার হোষ্ট কমিটি জি আই রাসেল ও শিব্বীর আহমদের নেতৃত্ব দীর্ঘ প্রায় দুবছর থেকেই সচল। গত কয়েকবছর থেকে ফোবানা একটি অনুষ্ঠিত হয়ে এসেছে। করোনা কালীন সময়ে ফোবানা এক্সিকিউটিভ কমিটি নানা ধরনের দাতব্য কাজে জড়িত ছিল। আমেরিকায় ও বাংলাদেশে ফোবানা করোনায় চ্যারিটি করে সমাদৃত হয়েছে।
ফোবানার হোস্ট কমিটির সব গুলো সাব কমিটি কাজ করছে। চলছে নানান পারফর্সের রিহার্সেল।
ফ্যাশন শো, মিস ফোবানা,ম্যাগাজিন, বিজনেস লাঞ্চ সহ নানান ইভেন্টের প্রন্তুতি ছলছে। ফোবানা করভেনর জি আই রাসেল ও মেম্বার সেক্রেটারী সাংবাদিক লেখক শিব্বীর আহমদ সম্প্রতি ফ্লোরিডাতে সফলভাবে জনসংযোগ করেছেন। প্রবাসীদের মাঝে প্রচুর সারা পেয়েছেন।
৩৫ তম ফোবানার ম্যাগাজিনের জন্য্ লেখা ও এডের জন্য Fobana2021dc@gmail.com যোগাযোগ করতে ম্যাগাজিন সাব কমিটির কো চেয়ারপারসন জুয়েল সাদত অনুরোধ জানিয়েছেন। ২৭ নভেম্বর বিজনেস লাঞ্চ এর জন্য্ যোাগাযোগ করতে চেয়ারপারসন বিজনেন এন্ড ইনভেষ্টমেন্ট মাহবুবুর ভুইয়া অনুরোধ জানিয়েছেন যোগাযোগ ৪০৪ ২০২ ৬৪৮৪ । ফোবানার স্কলারশীপের জন্য্ যোগাযোগ করতে ৪০৪ ২০২ ৬৪৮৪ যোগাযোগ করতে হবে। ইতিমধ্যে ফোবানা আর্টিস্ট ও গেস্ট চুড়ান্ত করা হয়েছে। ফোবানার এবার অনেকগুলো নতুন নতুন সেগমেন্ট যুক্ত করা হয়েছে। ফোবানা সংক্রান্ত যে প্রকার যোগাযোগ মেম্বার সেক্রেটারী শিব্বীর আহমদের সাথে ২০২ ৭০৫ ৭৯০০ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
মিস ফোবানায় অংশগ্রহন করতে নাজিয়া জাহান চেয়ারপারসন” মিস ফো্বানা” যোগাযোগ ২০২ ২৭৮ ৭৭১২
missfobsna2021@gmail.com। ফোবানার এবার শীতের মৌসুমে হওয়ার কারনে প্রবাসীদের মাঝে অন্য রকম আবেদন। ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের নানান সংগঠন এবার ফেবানাতে যৌথ ভাবে পারফর্ম করবে। ফোবানা নিয়ে বিভ্রান্ত না হতে মিডিয়া কমিটির পক্ষ থেকে সকল মহলকে আহ্বান জানানো হচ্ছে। করোনার কারনে এবার সেপ্টেম্বর থেকে নভেম্বরে তারিখ পরিবর্তন করা হয়েছে। মুল ফোবানা “আমেরিকান বাংলাদেশ ফ্র্যান্ডশীপ সোসাইটি ‘ করছে নভেম্বরের ২৬-২৮ । সেখানে সংযুক্ত আছেন ফোবানার দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি লিডাররাই৷ চেয়ারম্যান্ হিসাবে আছেন কমিউনিটি লিডার জাকারিয়া চৌধুরী। ফোবানা সংশ্লিস্ট আপডেট জানতে কনভেনর জি আই রাসেল ২০২ ৫৭৭ ১৪০০ যোগাযোগ করতে পারবেন যে কেউ। এবারের ফোবানাতে বই মেলা অনুষ্টিত হতে যাচ্ছে, সাথে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়্ এলামনাই সোসাইটি গুলোর কার্যক্রম। ফোবানা নানা আপডেট জানার জন্য্য ওয়াশিংটন ফোবানার ফেইসবুক পেইজে যোগাযোগ করতে পারবেন। সারা আমেরিকার প্রবাসী ভেন্ডররা ফোবানায় যুক্ত হয়ে বিজনেস প্রমোশনের সুযোগ নিতে পারেন। fobana2021dc@gmail.com