৩৫ তম ফোবানার চুড়ান্ত প্রস্তুুতি চলছে
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৩৪,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০২১ | সংবাদটি ৩১৩ বার পঠিত
জুয়েল সাদত
( কো চেয়ারপারসন মিডিয়া)
৩৫ তম ফোবানার সকল প্রস্তুুতি শেষের দিকে। সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন করেছেন কনভেনর জি আই রাসেল,মেম্বার সেক্রেটারী শিব্বীর আহমেদ ও ফোবানা চেয়ারম্যন জাকারিয়া চৌধুরী। ইতিপুর্বে মায়ামী, আটলান্টা, ডালাস, নিউইয়র্ক জনসংযোগ করছেন ফোবানা নেতৃবৃন্দ। ব্যাপক সাড়া পড়ে গেছে পুরো আমেরিকা জুড়ে ও বাংলাদেশে। অনেক বাংলাদেশী গেস্ট এবার আসছেন। সাথে দেশের সুপার স্টার শিল্পীদের তালিকাও দীর্ঘ। বাপ্পি লাহিড়ী , সাবিনা ইয়াসমিন, জেমস, তাহসান, হৃদয় খান, লুইপা সহ এই তালিকা দীর্ঘ হচ্ছে। প্রায় অর্ধ শত বাংলাদেশের স্টার শিল্পীরা থাকবেন এরকমই প্রস্তুুতি। ঢাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত অতিথিরা থাকছেন বোনাস।
ফ্যাশন শো সহ নানা ইভেন্টের কাজ চলছে, অনেক কাজ এগিয়ে গেছে। সাউন্ড, মিউজিক, ম্যাগাজিন ও স্পন্সরশীপ এর কাজ শেষ ধাপে। এবারই প্রথম স্ব প্রনোদীত হয়ে প্রবাসীরা ফোবানাকে নিঃশ্বার্থ ভাবে সহযোগিতা করছেন। সুদৃঢ় নেতৃত্বে একটি সফল ফোবানার মুল চালিকাশক্তি। মুল ফোবানার মুল পর্দা উঠতে যাচ্ছে ২৬ নভেম্বর মেরিল্যান্ডের গেলর্ড পাম রিজার্টে। জি আই রাসেল, শিব্বীর রহমান, জাকারিয়া চৌধুরী এক বছর থেকে নানা শহর বন্দর যাচ্ছেন নর্থ আমেরিকার সকল কমিউনিটিকে সম্পৃক্ত করতে। তারা সফলতার দ্বারপ্রান্তে। তাদের সাথে কাজ করছেন অর্থ শত হোষ্ট কমিটির দায়িত্বশীলরা।সকলের নাম নেয়া যাচ্ছে না। অনেক নাম, যারা দিন রাত খেয়ে না খেয়ে নিঃশ্বার্থ ভাবে কাজ করছেন। নিজের কাজ ফেলে পড়ে আছেন ফোবানার পেছনে। দৌড়াচ্ছেন মাইলের পর মাইল। ওয়াশিংটন,মেরিল্যান্ড,ভার্জিনিয়া এই শহর গুলোর সবার একই চিন্তা ৩৫ তম ওয়াশিংটন ফোবানা সফল হবে। নৈপথ্যের সেই সব বীরদের সবাই দেখবেন ২৬/২৭/২৮ নভেম্বর। নানা বৈচিত্রময় হবে এবারের ফোবানা।
“আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি” উত্তর আমেরিকার প্রবাসীদের সবচেয়ে বড় বার্ষিক কনভেনশন ফোবানা করতে যাচ্ছে আগামী নভেম্বরের ২৬ থেকে ২৮। করোনা কালিন বন্ধাত্ব ঘুছিয়ে এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩৫ তম আসর । ৩৪ তম ডালাস ফেবানা করোনার লকডাউনে অনুষ্ঠিত হতে পারে নি। ছোট পরিসরে ভিজুউয়ালী অনুষ্টিত করা হয়েছিল ,যা কোন কার্যকর ভুমিকা রাখতে পারেনি। ।
আমেরিকায় করোনার সেই ভয়াবহতা কাটতে শুরু করেছে, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে । ৩৫ তম ফোবানা নিয়ে পুরো আমেরিকা জুড়ে উচ্চাস আকাঙ্খা বিরাজ করছে। ওয়াশিংটনে ফোবানার হোষ্ট কমিটি জি আই রাসেল ও শিব্বীর আহমদের নেতৃত্ব দীর্ঘ প্রায় দুবছর থেকেই সচল। গত কয়েক বছর থেকে ফোবানা একটি অনুষ্ঠিত হয়ে এসেছে। করোনা কালীন সময়ে ফোবানা এক্সিকিউটিভ কমিটি নানা ধরনের দাতব্য কাজে জড়িত ছিল। আমেরিকায় ও বাংলাদেশে ফোবানা করোনায় চ্যারিটি করে সমাদৃত হয়েছে।
ফোবানার হোস্ট কমিটির সব গুলো সাব কমিটি কাজ করছে। চলছে নানান পারফমের্ন্সর রিহার্সেল।
ফ্যাশন শো, মিস ফোবানা,বই মেলা, ম্যাগাজিন, বিজনেস লাঞ্চ সহ নানান ইভেন্টের প্রন্তুতি ছলছে।এবারের ফোবানা প্রবাসে ও দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে মিডিয়ার সাথে ভাল সম্পর্কের কারনে। সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশীরা ও দেশেও বহুল প্রচারিত ফোবানার কার্যক্রম।
৩৫ তম ফোবানার ম্যাগাজিনের জন্য্ লেখা ও এডের জন্য Fobana2021dc@gmail.com যোগাযোগ করতে ম্যাগাজিন সাব কমিটির কো চেয়ারপারসন জুয়েল সাদত অনুরোধ জানিয়েছেন। ২৭ নভেম্বর বিজনেস লাঞ্চ এর জন্য্ যোাগাযোগ করতে চেয়ারপারসন বিজনেন এন্ড ইনভেষ্টমেন্ট মাহবুবুর ভুইয়া অনুরোধ জানিয়েছেন যোগাযোগ ৪০৪ ২০২ ৬৪৮৪ । ফোবানার স্কলারশীপের জন্য্ যোগাযোগ করতে ৪০৪ ২০২ ৬৪৮৪ যোগাযোগ করতে হবে। ইতিমধ্যে ফোবানা আর্টিস্ট ও গেস্ট চুড়ান্ত করা হয়েছে। ফোবানার এবার অনেকগুলো নতুন নতুন সেগমেন্ট যুক্ত করা হয়েছে। ফোবানা সংক্রান্ত যে প্রকার যোগাযোগ মেম্বার সেক্রেটারী শিব্বীর আহমদের সাথে ২০২ ৭০৫ ৭৯০০ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
মিস ফোবানায় অংশগ্রহন করতে নাজিয়া জাহান চেয়ারপারসন” মিস ফো্বানা” যোগাযোগ ২০২ ২৭৮ ৭৭১২ missfobsna2021@gmail.com। ফোবানার এবার শীতের মৌসুমে হওয়ার কারনে প্রবাসীদের মাঝে অন্য রকম আবেদন। ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের নানান সংগঠন এবার ফেবানাতে যৌথ ভাবে পারফর্ম করবে। ফোবানা নিয়ে বিভ্রান্ত না হতে মিডিয়া কমিটির পক্ষ থেকে সকল মহলকে আহ্বান জানানো হচ্ছে। করোনার কারনে এবার সেপ্টেম্বর থেকে নভেম্বরে তারিখ পরিবর্তন করা হয়েছে। মুল ফোবানা “আমেরিকান বাংলাদেশ ফ্র্যান্ডশীপ সোসাইটি ‘ করছে নভেম্বরের ২৬-২৮ । সেখানে সংযুক্ত আছেন ফোবানার দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি লিডাররাই। চেয়ারম্যান্ হিসাবে আছেন কমিউনিটি লিডার জাকারিয়া চৌধুরী। ফোবানা সংশ্লিস্ট আপডেট জানতে কনভেনর জি আই রাসেল ২০২ ৫৭৭ ১৪০০ যোগাযোগ করতে পারবেন যে কেউ।
এবারের ফোবানাতে বই মেলা অনুষ্টিত হতে যাচ্ছে, সাথে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়্ এলামনাই সোসাইটি গুলোর কার্যক্রম। ফোবানা নানা আপডেট জানার জন্য্য ওয়াশিংটন ফোবানার ফেইসবুক পেইজে যোগাযোগ করতে পারবেন। সারা আমেরিকার প্রবাসী ভেন্ডররা ফোবানায় যুক্ত হয়ে বিজনেস প্রমোশনের সুযোগ নিতে পারেন। fobana2021dc@gmail.com
জুয়েল সাদাত
কো চেয়ারপারসন
মিডিয়া এন্ড ম্যাগাজিন
৩৫ তম ফোবানা